অবশেষে ঘুম পাড়ানি গুলিতে কাবু মারমুখী হুনুমান
লাগাতার হনুমানের কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল সমগ্র মহিষাদলের মানুষ। মারমুখী হনুমানের কামড়ে ইতিমধ্যে জখম হয়েছেন প্রায় ৪০ জন। অবশেষে বন দপ্তরের ঘুম পাড়ানি গুলিতে কাবু মারমুখী হনুমান। …
অবশেষে ঘুম পাড়ানি গুলিতে কাবু মারমুখী হুনুমান
লাগাতার হনুমানের কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল সমগ্র মহিষাদলের মানুষ। মারমুখী হনুমানের কামড়ে ইতিমধ্যে জখম হয়েছেন প্রায় ৪০ জন। অবশেষে বন দপ্তরের ঘুম পাড়ানি গুলিতে কাবু মারমুখী হনুমান। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর থেকে বিশেষ টীম এসে সুযোগ বুঝে হনুমানটিকে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে। এর কিছুক্ষণ পর হাতের নাগালে পেয়ে হনুমানটিকে খাঁচা বন্দি করে বন দপ্তরের কর্মীরা। জানা গেছে, গত বেশ কয়েকদিন ধরে মহিষাদলের বাসুলিয়া সহ বিভিন্ন এলাকায় লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছিল এই হনুমানটি। বন দপ্তরের তরফ থেকে খাঁচা পাতা হলেও তাতে সুবিধে হয়নি। অবশেষে বৃহস্পতিবার ঘুম পাড়ানি গুলিতে বাগে এসেছে হনুমানটি। পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুণ কান্তি মন্ডল জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে বাসুলিয়া ও সংলগ্ন এলাকায় যাদের কামড় দিয়েছে তাদের চিকিৎসা করা হয়েছে।”
হলদিয়ার রেঞ্জ অফিসার অতুল প্রসাদ দে জানান, “আমরা বালুঘাটাতে কয়েকদিন হনুমানটিকে পর্যবেক্ষণে রাখবো। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে চিকিৎসা চলছে।”
No comments