দূষণ প্রতিরোধে ডেপুটেশন দিল দূষণ পরিষদ অফিসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চশিল্প শহরে দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। ইতিমধ্যে পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ প্রত্যেকটি কারখানায় গাছ লাগানোর জন্য গুরুত্ব দিয়েছেন। পৌরসভার উদ্যোগে কয়েক …
দূষণ প্রতিরোধে ডেপুটেশন দিল দূষণ পরিষদ অফিসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
শিল্প শহরে দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। ইতিমধ্যে পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ প্রত্যেকটি কারখানায় গাছ লাগানোর জন্য গুরুত্ব দিয়েছেন। পৌরসভার উদ্যোগে কয়েক একর জায়গা মিলে কয়েক লক্ষ চারা গাছ রোপন করা হয়েছে। সিটি সেন্টার সংলগ্ন জায়গায় আম কাঁঠালের বাগান তৈরি করা হয়েছে দূষণ প্রতিরোধের জন্য । কোটি টাকা ক্রয়ে কেনা হয়েছে দূষণ প্রতিরোধের কামান । কিন্তু দূষণ কি কমছে? আধুনিক কারখানার পুনর্জীবন না হয়ে পুরাতন মডেলে চলছে উৎপাদন আর তার ফলেই দূষণের মাত্রা বাড়ছে বলে এলাকার মানুষের অভিযোগ। হলদিয়া সিটি সেন্টার থেকে লিংক রোড দুর্গাচক যাওয়ার দু পাশেই গড়ে উঠেছে কারখানা। বিভিন্ন জলাশয় কারখানার বজ্র পদার্থ পড়ে দূষণের মাত্রা অনেকটাই বেড়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাতিবেড়িয়্যা অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এসডিও, পৌরসভার পৌর প্রশাসকের কাছে তারা অভিযোগ জানিয়েছিলেন। পৌরসভা এলাকায় দূষণের মাত্রা দিন দিন চরম মাত্রায় পৌঁছেছে? আর সেজন্যই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ছয় ফেব্রুয়ারি হলদিয়া দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ডেপুটেশন দিলেন।
No comments