এবারে বাজারে এলো বছরের শুরুতেই ডলই শাড়ি ইংরেজি বছর শুরুতেই কলিকাতায় হয়ে গেল বিশ্ববাণিজ্য সম্মেলন রাজ্যে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসছে। বিভিন্ন জায়গায় অনুসারী শিল্প গড়ে উঠবে। ইতিমধ্যে হলদিয়ায় ৫১ কোটি টাকা …
এবারে বাজারে এলো বছরের শুরুতেই ডলই শাড়ি
ইংরেজি বছর শুরুতেই কলিকাতায় হয়ে গেল বিশ্ববাণিজ্য সম্মেলন রাজ্যে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসছে। বিভিন্ন জায়গায় অনুসারী শিল্প গড়ে উঠবে। ইতিমধ্যে হলদিয়ায় ৫১ কোটি টাকা খরচে গড়ে উঠবে পেট্রো কার্বনের একটি কারখানা।
আজ ৬ ই ফেব্রুয়ারি মহিষাদল রবীন্দ্র পাঠাগারে ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল ডলি শাড়ি সূত্রে জানা যায় কোয়ালিটি , কণ্টিটি এবং নায্য দামে পাবেন ডলিশাড়ী। শাড়ি র উদ্বোধন করলেন মিস মেদিনীপুর ইউনিভার্সিটি প্রিয়া মিশ্র। কর্ণধার ডলি পাল ভৌমিক জানালেন বাজারে অন্যান্য শাড়ি থেকে রং এবং ন্যায্য মূল্যে পাবেন।
No comments