Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Mis Midnapore Season 2 and Mrs Bengal 2025 মিস মেদিনীপুর সিজিন টু এবং মিসেস বেঙ্গল ২০২৫ প্রতিযোগিতার প্রেস মিট

মিস মেদিনীপুর সিজিন টু এবং মিসেস বেঙ্গল ২০২৫ প্রতিযোগিতার প্রেস মিট
প্রত্যন্ত গ্রাম বাংলার সুন্দরী সুন্দরী মহিলাদের রূপের প্রতিযোগিতা মিস মেদিনীপুর সিজন 2 এবং মিসেস বেঙ্গল ২০২৫ গত কয়েক বছর থেকে শুরু হয়েছে মিস মেদিনীপুর প্রতিযো…

 




  মিস মেদিনীপুর সিজিন টু এবং মিসেস বেঙ্গল ২০২৫ প্রতিযোগিতার প্রেস মিট


প্রত্যন্ত গ্রাম বাংলার সুন্দরী সুন্দরী মহিলাদের রূপের প্রতিযোগিতা মিস মেদিনীপুর সিজন 2 এবং মিসেস বেঙ্গল ২০২৫ গত কয়েক বছর থেকে শুরু হয়েছে মিস মেদিনীপুর প্রতিযোগিতা। প্রত্যন্ত  গ্রামের সুন্দরী মহিলারা তাদের প্রতিভা কর্মদক্ষতা এবং রূপের প্রদর্শনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এবারে মিস মেদিনীপুর সিজন টু এবং মিসেস বেঙ্গল ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে। আগামী মার্চ মাস থেকে শুরু হবে তবে এবারের প্রতিযোগিতা প্রত্যন্ত গ্রাম বাংলার মহিলাদের অংশগ্রহণ করানোর জন্য মহকুমার স্তরে প্রথমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই সকল সফল প্রতিযোগীদের নিয়ে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চলতি বছরে।

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/2g3A7YIjErs

 আজ এক  সাংবাদিক বৈঠকে  সংস্থার কর্ণধার শ্রীমতি ডলি পাল ভৌমিক জানান আমরা এ বছর -প্রত্যন্ত গ্রামের মহিলাদের অংশগ্রহণ করানোর জন্যই আমরা মহকুমার স্তরের প্রতিযোগিতার আয়োজন করেছি।  তিনি আরো বলেন মেদিনীপুর জেলার অনেক প্রতিভা রয়েছে শিক্ষা-সংস্কৃতি ক্রীড়া জগতে কিন্তু মেদিনীপুর বললেই অন্যান্য জেলার মানুষ নাক ছিটকে নেয়। কিন্তু স্বাধীনতা পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সংগ্রামী স্বাধীনতা আন্দোলনের পট ভূমিকা নিয়ে। এই মেদিনীপুরের জন্ম বর্ণ পরিচয় এর স্রষ্টা মহিলাদের শিক্ষাদানের এবং বিধবা বিবাহ প্রচলন মূল কান্ডারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর সেই মেদিনীপুর কে ঘৃণা করে। তাই আমরা এই এলাকার  মহিলাদের নতুন জগতে প্রবেশ করতে পারে তার জন্যই মিস মেদিনীপুর সিজন ২ নামেই এই প্রতিযোগিতা  হবে। তারই সাথে এই বছর মিসেস বেঙ্গল ২০২৫ এই প্রতিযোগিতা আমরা অন্তর্ভুক্ত করেছি। ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়াতে। মেদিনীপুরে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন। কারা অংশ নিতে পারবেন? উদ্যোগ তারা যেমনটা জানালেন দেখতে ভালো,পাঁচ ফুটের উপর লম্বা,  ভালো কথা বলার ধরন,নুনতম উচ্চমাধ্যমিক পাশ মেয়েরা "মিস মেদিনীপুর"সিজেন টু প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তাদের মধ্যে কয়েকজনকে বেছে নিয়ে তাদের তালিম দেওয়ার ব্যবস্থা করা হবে। যাতে তারা "মিস মেদিনীপুর" থেকে " মিস ইন্ডিয়া" যেতে পারে। তিনি জানালেন ১৮ বছরের থেকে শুরু মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এর জন্য কোন এন্ট্রি ফি লাগবে না । তিনি আরো বলেন গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার এবং পিছিয়ে পড়া মহিলাদের জন্য রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা। বিয়ের পর মহিলারা কোন স্বাধীনতা পায়নি বহু মহিলারা হাতের কাজ মধ্য দিয়ে এখন স্বনির্ভর হচ্ছেন সেই সকল মহিলাদের কর্মদক্ষতা, রূপের প্রদর্শন মধ্য দিয়ে তারাও সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে। তাই এবারে অবিবাহিত মহিলাদের প্রতিযোগিতার সাথে সাথেই বিবাহিত মহিলাদের প্রতিযোগিতা রাখা হয়েছে। আজ হলদিয়ার জনক তমলুক লোকসভা কেন্দ্রের প্রথম সাংসদ স্বাধীনতা আন্দোলনের প্রধান সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের জন্মভূমি মহিষাদল রবীন্দ্র পাঠাগারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন মিস মেদিনীপুর সিজন ২ এবং মিসেস বেঙ্গল 2025 এর কর্ণধার ডলি পাল ভৌমিক। তিনি আরো জানালেন ইতিমধ্যে প্রায় তিন শতাধিক মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নাম নথিভূক্ত করেছেন। আজকের এই সাংবাদিক বৈঠকে হলদিয়া মহকুমার এলাকার বহুৎ প্রত্যন্ত গ্রামের সুন্দরী সুন্দরী অবিবাহিত এবং বিবাহিত মহিলারা উপস্থিত ছিলেন।

 বনশ্রী আদক, বিজনেসম্যান কাকলি সাহু, টুম্পা দুবে, সুপ্রীতি প্রামানিক মাইতি, মোনালিসা মাঝি, শিল্পা কুইল্যা, স্মৃতি লতা পাত্র, স্বর্ণালী ভারতী, তাঁরা এই প্রতিযোগিতায় খুব খুশি হলেন এবং বিবাহিত মহিলারা মিসেস বেঙ্গল ২০২৫ এই প্রতিযোগিতা হচ্ছে শুনেও তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মিস মেদিনীপুর ২০২৩ ইউনিভার্স প্রিয়া মিশ্র এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি হলদিয়া নিউজ সংবাদ মাধ্যমিক মুখোমুখি হয়ে বলেন মহিলাদের নিজেদের স্বনির্ভর হওয়ার জন্য তাদের মনের সুপ্ত প্রতিভা গুলিকে বিকশিত করার এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মিস মেদিনীপুর এই প্রতিযোগিতা। তার জন্য ধন্যবাদ জানান এই প্রতিযোগিতার মূল কান্ডারী ডেয়ার ডল কনস্ট্রাকশনের কর্ণধার ডলি পাল ভৌমিককে। আজকের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হলেন। সকল বিবাহিত-অবিবাহিত মহিলাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানালেন। আজকের এই সাংবাদিক বৈঠক থেকেই মিস মেদিনীপুর সিজন ২ এবং মিসেস বেঙ্গল ২০২৫ প্রতিযোগিতা প্রথম মহড়া শুরু হল।কি বিষ্ফোরক মন্তব্য করলেন মিস মেদিনীপুর ২০২৩ ইউনিভার্স প্রিয়া মিশ্র।

No comments