বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত ২ আহত আরও ২ জন!ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভেকুটিয়া গ্রামে।কানাই জানা নামে ব্যক্তির বাড়িতে বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্ক…
বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত ২ আহত আরও ২ জন!
ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভেকুটিয়া গ্রামে।
কানাই জানা নামে ব্যক্তির বাড়িতে বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য, মৃত্যুঞ্জয় জানা ও মানস গিরি দুজনে বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য নেমেছিলেন। একজন উপরে ছিলেন আর মৃত্যুঞ্জয় জানা সেফটিক ট্যাংকের ভেতরে গিয়েছিলেন।
বিষাক্ত গ্যাসে মৃত্যুঞ্জয় জানা অসুস্থ হয়ে পড়েন, তাকে বাঁচাতে ছুটি আসেন কানাই জানা সহতার পরিবারের কয়েকজন।
বাথরুমের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ওই পরিবারের এক মহিলা সহ চারজন অসুস্থ হয়ে পড়েন।
ঘটনাস্থলেই মারা যান মৃত্যুঞ্জয় জানা ও মানশ গিরি
নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে কানাই জানা ও তার বৌমা চিকিৎসাধীন রয়েছেন।
No comments