হলদিয়া বাসুদেবপুর এইচএফসি মাঠে নবরাত্রি মহা পূজা মহাযজ্ঞ শুরু হল২৯ মার্চ থেকে চলবে আগামী ৭ই এপ্রিল পর্যন্ত।
শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীর নবরাত্রি মহা পূজা ও মহাযজ্ঞের এবং শ্রী শ্রী মদনচাঁদ জীউর শুভাগমন উপলক্ষে এক অনন্য অনুষ্ঠানে…
হলদিয়া বাসুদেবপুর এইচএফসি মাঠে নবরাত্রি মহা পূজা মহাযজ্ঞ শুরু হল২৯ মার্চ থেকে চলবে আগামী ৭ই এপ্রিল পর্যন্ত।
শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীর নবরাত্রি মহা পূজা ও মহাযজ্ঞের এবং শ্রী শ্রী মদনচাঁদ জীউর শুভাগমন উপলক্ষে এক অনন্য অনুষ্ঠানের আয়োজন হবে।
জানালেন নবনির্বাচিত সভাপতি ভিগুরাম মণ্ডল, কোষাধ্যক্ষ সুদীপ নস্কর, নবরাত্রি মহা পূজা ও মহাযজ্ঞ কমিটির যুগ্ম সম্পাদক অমিত প্রামানিক ও জহরলাল দাস সহ কমিটির অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ। অমিত প্রামানিক বলেন এই মহা নবরাত্রি পূজা ও মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু করেছিলেন প্রয়াত বিশিষ্ট সমাজসেবী হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর এবং ক্ষুদিরাম মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় স্বপন নস্কর। তিনি আজ নেই তিনার দেখানো পথ ধরেই হলদিয়া সহ জেলা ও এলাকার মানুষের মঙ্গল ও শুক সমৃদ্ধি কামনায় আমরা ব্রত হয়েছি। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান প্রতিদিনই থাকছে মহাযজ্ঞের অনুষ্ঠান সুদূর হিমালয় ও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বিভিন্ন সন্ন্যাসীগণ। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এখন চলছে নবরাত্রি মহা পূজা ও মহাযজ্ঞ অনুষ্ঠান।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments