ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শ্রমিক সমাবেশে বিজেএমসি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলেন বর্তমান সাংসদ!শিল্প শহর হলদিয়া টাউনশিপ বিবি ঘোষ অডিটোরিয়ামে শ্রমিক সমাবেশ জেলা এবং রাজ্য নেতৃত্বে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন এবং…
ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শ্রমিক সমাবেশে বিজেএমসি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলেন বর্তমান সাংসদ!
শিল্প শহর হলদিয়া টাউনশিপ বিবি ঘোষ অডিটোরিয়ামে শ্রমিক সমাবেশ জেলা এবং রাজ্য নেতৃত্বে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন এবং বর্তমান সাংসদ। প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী ও বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন সংসদ দিব্যেন্দু অধিকারী সাধারণ কর্মী হিসেবে থাকবেন বলে সমাবেশ মঞ্চে বার্তা দিলেন। আজ সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী। শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই হলদিয়ার বিধায়িকা এবং বিজেপি রাজ্য নেতৃত্ব কে দূশলেন। তিনি বলেন ভারতীয় মজদুর সংঘ ছাড়া অন্য কোন শ্রমিক সংগঠন নেই বলে তিনি বললেন ।তিনি আরো বলেন বিজেএমসি মূল সংগঠনের নাম করে হলদিয়ার শ্রমিকদের প্রতারিত করছে। ঐ সংগঠনে প্রতারণায় পা না দেওয়ার জন্য হলদিয়া শ্রমিকদের সতর্ক করলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
No comments