Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা কোর্টে ক্লার্ক ও গ্ৰুপ- ডি নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ

পূর্ব মেদিনীপুর জেলা কোর্টে ক্লার্ক ও গ্ৰুপ- ডি নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদনের সুযোগপশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় একাধিক পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে রাজ্যের এক জেলা কোর্ট।…

 




পূর্ব মেদিনীপুর জেলা কোর্টে ক্লার্ক ও গ্ৰুপ- ডি নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ

পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় একাধিক পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে রাজ্যের এক জেলা কোর্ট। সাধারণত ন্যূনতম যোগ্যতায় চাকরিপ্রার্থীদের কাছে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম থাকে। তবে এবারে পূর্ব মেদিনীপুর জেলার কোর্টে যথেষ্ট কম যোগ্যতা থেকেই চাকরিপ্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদনের সুযোগ পাচ্ছেন। এখানে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা ছাড়াও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক যোগ্যতাতেও চাকরিপ্রার্থীদের কাছে আবেদনের সুযোগ রয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পদের নাম এবং বিবরণ

১) লোয়ার ডিভিশন ক্লার্ক- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে মোট ১৬ জন যোগ্য কর্মীকে নিয়োগ করবে পূর্ব মেদিনীপুর জেলা কোর্ট। সরকারি বেতন ক্রম অনুসারে এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট জেলার স্থানীয় ভাষায় সম্পূর্ণভাবে দক্ষ হতে হবে। এখানে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সী চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

২) ইংরেজি স্টেনোগ্রাফার- দেশের প্রায় প্রতিটি আদালতে স্টেনোগ্রাফারদের প্রয়োজন হয়ে থাকে। পূর্ব মেদিনীপুর জেলা কোর্টের পক্ষ থেকে এই পদে মোট ৯ জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিযুক্ত করা হবে। এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে। এই পদে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে ৩২,১০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকার মধ্যে বেতন পাবেন।

৩) প্রসেস সার্ভার- এই পদে মোট তিনজন চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে, যেখানে চাকরিপ্রার্থীরা যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এবং চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। এই পদে নিযুক্ত কর্মীরা ২১,০০০/- টাকা থেকে ৫৪,০০০/- টাকার মধ্যে বেতন পাবেন।

৪) গ্রুপ ডি- আদালতের গ্রুপ ডি পদে ইতিমধ্যে ১৮টি শূন্য পদ তৈরি হয়েছে। এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণী বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চাকরি-প্রার্থীদের আবশ্যিকভাবে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। এই পদে নিযুক্ত কর্মীর আর নূন্যতম ১৭ হাজার টাকা বেতন পাবেন প্রতিমাসে।

আবেদন পদ্ধতি- উপরে উল্লেখিত প্রতিটি পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের https://purbamedinipur.dcourts.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন চালানোর আগে অবশ্যই আদালতের পক্ষ থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনটি থেকে নিয়োগ পদ্ধতি পড়ে ভালোভাবে বুঝে নেবেন। এরপর যথাযথ পদ্ধতি অবলম্বন করে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সাথে ২৮/০২/২০২৫ তারিখের আগেই জমা করে দেবেন।

No comments