প্রয়াত হলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসঅযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত হয়েছেন আজ বুধবার ১২ই ফেব্রুয়ারি। লখনউ একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময় তা…
প্রয়াত হলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস
অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত হয়েছেন আজ বুধবার ১২ই ফেব্রুয়ারি। লখনউ একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার একমাত্র শিষ্য প্রদীপ দাস। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে জানিয়েছেন ।
বিজ্ঞাপন
আগামীকাল বৃহস্পতিবার অযোধ্যায় সরযু নদীর ধারে সত্যেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হবে। তার মরদেহ লখনউ থেকে অযোধ্যায় নিয়ে যাওয়া ব্যবস্থা করা হচ্ছে। গত রবিবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সত্যেন্দ্র আজ বুধবার 12 ই ফেব্রুয়ারি ভরে হাসপাতালে তরফ থেকে জানানো হয় তার অবস্থা সংকটজনক এর কিছুক্ষণ পরেই তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে সত্যেন্দ্র ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
No comments