পূর্ণিমার শাহি স্নান, যানজটের জেরে জারি ট্রাফিক নির্দেশিকা ধীরগতিতে চলছে ট্রেন!
আজ পূর্ণকুম্ভে মাঘী পূর্ণিনার শাহি স্নান। পুণ্যলাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ কুম্ভমুখী। তীব্র যানজটের জেরে নাজেহাল আম জনতা। …
পূর্ণিমার শাহি স্নান, যানজটের জেরে জারি ট্রাফিক নির্দেশিকা ধীরগতিতে চলছে ট্রেন!
আজ পূর্ণকুম্ভে মাঘী পূর্ণিনার শাহি স্নান। পুণ্যলাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ কুম্ভমুখী। তীব্র যানজটের জেরে নাজেহাল আম জনতা। ইতিমধ্যে গাড়ির লম্বা লাইনের বিভিন্ন ছবি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে চতুর্থ শাহি স্নানের প্রাক্কালে ট্রাফিক নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে যোগী সরকার। সরকারি তথ্য জানাচ্ছে, ইতিমধ্যে সঙ্গমে পুণ্যস্নান সেরেছেন ৪৫ কোটির বেশি মানুষ। শুধুমাত্র মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত কুম্ভে ভিড় জমিয়েছিলেন প্রায় ৭৫ লক্ষ পুণ্যার্থী! এদিন সপরিবারে সঙ্গমে হাজির ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি। ও মিঠুন চক্রবর্তী।
মাঘী পূর্ণিমার আগে যানজট আর বিপদ এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিড় সামলাতে মঙ্গলবার ভোর চারটে থেকেই মেলা প্রাঙ্গণে গাড়ির প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিকেল পাঁচটা থেকে গোটা শহরেই এই নিয়ম চালু করা হয়। যানজট রুখতে বিভিন্ন রুট দিয়ে আসা গাড়ির জন্য আলাদা পার্কিংয়ের জায়গা ঠিক করা হয়েছে। সরকারের নির্দেশ, পুণ্যার্থীদের হেঁটে ঘাট পর্যন্ত যান। পুণ্যার্থীরা মেলাপ্রাঙ্গণ না ছাড়া পর্যন্ত যানবাহনের উপর এই নির্দেশিকা বহাল থাকবে। তবে জরুরি পরিষেবাগুলিকে এই নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়নি। পড়ুয়াদের কথা মাথায় রেখে ৭ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে মাধ্যমিক পর্যায়ের সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ক্লাস হচ্ছে অনলাইন মাধ্যমে।
ইতিমধ্যে প্রয়াগরাজগামী একাধিক সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতেই বসে থাকতে হচ্ছে পুণ্যার্থীদের। খুব ধীরগতিতেই চলছে, দাঁড়িয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ট্রেন। উপসর হলদিয়া থেকে বহু মানুষ প্রয়াগ রাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । এক ট্রেন যাত্রী বললেন কোনো রকম কুম্ভস্নানের জন্য হাওড়া তে ট্রেনে উঠেছিলাম যদিও ভিড় কম ছিল আর যত ট্রেন এগিয়ে যাচ্ছে প্রয়াগরাজের দিকেই ততই ট্রেনের ভিড় উপচে পড়ছে। সিগন্যাল না পাওয়ার জন্য মাঝেমধ্যে দাঁড়িয়ে যাচ্ছে ট্রেন ঘণ্টার পর ঘন্টা, কখন প্রয়াগ রাজি পৌঁছবো পুণ্য স্নান সেরে ফিরব সেটাই এখন অনিশ্চিত। অযোধ্যা থেকে আসা এক পুণ্যার্থীর কথায়, ‘মঙ্গলবার রাত থেকে মাত্র ৪০ কিমি এগিয়েছি। রাত্রি এগারোটা থেকে যানজটে আটকে আছি। ঘুমোতে হয়েছে গাড়িতে। আম জনতা ধৈর্য হারিয়ে ফেলছে। আর তাতেই অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে।’ আর একজনের কথায়, ‘যানজটের জেরে নাজেহাল অবস্থা।
No comments