Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বড়বাড়ি গ্রামে মহাকালী পুজো ও ৫১ মহাসতীপীঠের মাতৃ আরাধনা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি

বড়বাড়ি গ্রামে মহাকালী পুজো ও ৫১ মহাসতীপীঠের মাতৃ আরাধনা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি
হলদিয়ার বড়বাড়ি গ্রামে মহাকালী পুজো ও ৫১ মহাসতীপীঠের মাতৃ আরাধনা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বড়বাড়িতে দু’দশক ধরে মহাকালী পুজো হচ্ছে। এবছর…

 


বড়বাড়ি গ্রামে মহাকালী পুজো ও ৫১ মহাসতীপীঠের মাতৃ আরাধনা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি


হলদিয়ার বড়বাড়ি গ্রামে মহাকালী পুজো ও ৫১ মহাসতীপীঠের মাতৃ আরাধনা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বড়বাড়িতে দু’দশক ধরে মহাকালী পুজো হচ্ছে। এবছর মহাকালীর সঙ্গে অভিনব একান্ন মহাসতীপীঠ পুজোর আয়োজন করা হয়েছে। মোট ৫৩ জন দেবদেবীর পুজো হবে। হিন্দু ধর্মে মহাকালী হল কালীর একটি বিশেষ রূপ। পুরাণ অনুসারে এই দেবী মহাকাল অর্থাৎ শিবের সঙ্গিনী। বড়বাড়ি দক্ষিণ-পূর্ব গ্রামবাসীবৃন্দের আয়োজনে আগামী ২২-২৬ মার্চ ওই মহাকালী ও মহাসতীপীঠের আরাধনা, পুজো সহ মেলা অনুষ্ঠিত হবে। পুজোর প্রায় এক মাস আগে সোমবার বিভিন্ন ধর্মীয় রীতিনীতি ও প্রথা মেনে ৫৩টি প্রতিমায় মৃত্তিকা দান করা হয়েছে। এর আগে ২০২০সালে একান্ন মহাসতীপীঠ পুজোর আয়োজন করা হয়েছিল। পাঁচ বছর পর এবার ফের সেই পুজো ঘিরে গ্রামের বাসিন্দাদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। 

বিজ্ঞাপন



পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে বর্গভীমা মন্দির সতীপীঠ হিসেবে পরিচিত। অসমের কামাক্ষ্যা দেবী, ত্রিপুরার ত্রিপুরা সুন্দরী, রাজস্থানের অম্বিকা সহ একাধিক দেবদেবীর মূর্তি তুলে ধরা হয়েছে। স্থানীয় মৃৎশিল্পী বঙ্কিম মাঝি সহ ছ’জন কারিগর এক মাস ধরে ৫৩টি প্রতিমা গড়ছেন। পুজো কমিটির সভাপতি রবীন্দ্রনাথ তুঙ্গ বলেন, হলদিয়া, মহিষাদলের বিভিন্ন গ্রামের ৫৩ জন ভক্ত ৫৩টি প্রতিমা ও পুজোর খরচ বহন করবেন। ১৩০জন পুরোহিত পুজোয় উপস্থিত থাকবেন। পুজোর সূচনা হবে গ্রামের পাঁচ শতাধিক মানুষের সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। নবীন-প্রবীণের মেলবন্ধনে ঘটোত্তোলনে অংশ নেবেন মহিলা সহ কচিকাঁচারা।

পুজোর দিন ভোরে ৪-৫ কুইন্টাল বাতাসার হরিলুট দেওয়া হবে। এই পুজোর মূল আকর্ষণ হল অন্নভোগ মহাপ্রসাদ। প্রতি বছর পুজোর পরদিন দুপুরে আশপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ অন্নভোগ পাবে। পুজো কমিটির সম্পাদক রবীন্দ্রনাথ মান্না, যুগ্ম সম্পাদক ব্রজেন্দ্রনাথ তুঙ্গ ও কোষাধ্যক্ষ অমরেশ বেরা বলেন, এই পুজোয় সারা গ্রামের বাসিন্দারা অংশ নেন। সদস্য সংখ্যা একশোজনের বেশি। পুজো ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা, বিচিত্রানুষ্ঠান হবে।

No comments