বাড়িতে আগুনে পুড়ে ধূলিসাৎ হলো সব কিছুইহলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাড় উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত বাড়সুন্দরা গ্রামে এক বাড়িতে রাত্রি সাড়ে আটটা নাগাদ হঠাৎ আগুনেরই লেলিহান শিখা দেখতে পায় এলাকার মানুষ। তৎক্ষণা…
বাড়িতে আগুনে পুড়ে ধূলিসাৎ হলো সব কিছুই
হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাড় উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত বাড়সুন্দরা গ্রামে এক বাড়িতে রাত্রি সাড়ে আটটা নাগাদ হঠাৎ আগুনেরই লেলিহান শিখা দেখতে পায় এলাকার মানুষ। তৎক্ষণাৎ ছুটে আসে আগুন নেওয়ার জন্য। বালতি বা অন্যান্য সরঞ্জাম নিয়ে। কিন্তু আগুন নেভানোর আগেই সমস্ত পুড়ে ছাই হয়ে যায় সূত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ । সূত্রে জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে গন্ডগোল চলছে পাসের বাড়ির লোকেদের সাথে। এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে থানার আধিকারিকরাও জানতেন। বাড়ির অন্যতম সদস্য দেবাশীষ প্রধান বলেন পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়েই ২০১৮ সাল থেকে সমস্যা চলছে পাশের বাড়ির সাথেই।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/hYLbPUVhK98
সেই সময় আমাদের পরিবারের অনেকের নামে মিথ্যা অজুহাতে মামলা দিয়ে অযথা হয়রানি করার চেষ্টা করছে। এবং সেই পরিবারের সকল সদস্যদের সঙ্গে গত তিনদিন ধরে চলছে গন্ডগোল । অসাভ্য ভাষায় গালিগালাজ দিচ্ছেন ওই বাড়ির লোকেরা। অনুমান এই আগুনের পিছনে তাদের কোন চক্রান্ত রয়েছে ? দেবাশীষ প্রধান একজন ডাক্তার তিনি সংশ্লিষ্ট স্কুল মোড়ে চেম্বার করেন তিনি খবর পান যে তার বাড়িতে আগুন জ্বলছে, তিনি ছুটে যান তৎক্ষণাৎ। কিন্তু তার আগেই সমস্ত কিছু পুড়ে ধূলিসাৎ হয়েছে বলে তিনি জানালেন।
বিজ্ঞাপন
ভবানীপুর থানার পুলিশ পৌঁছায় তদন্তে নামেন বলে সূত্রে জানা যায়। ডাক্তার দেবাশীষ প্রধান বলেন বাড়ির দলিল ও দরকারি কাগজ পত্র সহ আলমারি সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আজকের ভবানীপুর থানা থেকে এসেছিলেন ওরা দেখে গেছেন আগামীকাল সকালে আমরা অভিযোগ দায় করব। বিশেষ সূত্রে জানা যায় তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ। মাধ্যমের মুখোমুখি হলেন প্রজাপতি প্রধান তিনি শান্তি চাইছেন কিন্তু পুলিশের কাছে গিয়ে তিনি সেই শান্তির বার্তা পাচ্ছেন না বলেই অভিযোগ।
No comments