সরস্বতী পূজোর প্রীতিভোজে স্বাদ বদল
ঐতিহ্যের খিচুড়ি পাঠ চুকেছে অনেক স্কুলে।পুষ্পাঞ্জলির পরেই রাস্তায় দেখা যায় নীল হলুদ রংয়ের শাড়ির ও পাঞ্জাবি পরিহিত ছাএ ও ছাত্রী দের । যেন সরস্বতী পুজো মানেই বাংলার ভ্যালেন্টাইন ডে। ভিডিও দেখত…
সরস্বতী পূজোর প্রীতিভোজে স্বাদ বদল
ঐতিহ্যের খিচুড়ি পাঠ চুকেছে অনেক স্কুলে।পুষ্পাঞ্জলির পরেই রাস্তায় দেখা যায় নীল হলুদ রংয়ের শাড়ির ও পাঞ্জাবি পরিহিত ছাএ ও ছাত্রী দের । যেন সরস্বতী পুজো মানেই বাংলার ভ্যালেন্টাইন ডে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/83khjrBnhvk
সরস্বতী পুজোর প্রীতি ভোজের মেনুতে খিচুড়ির পরিবর্তে এসেছে অনেক জায়গাতেই ফ্রাইড রাইসের সঙ্গে চিল্লি চিকেন কিংবা চিকেন কষা।
শিল্প শহর হলদিয়া বেশিরভাগ স্কুলেই খাদ্য তালিকা তেই এসেছে পরিবর্তনের ছোঁয়া। হলদিয়া পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ড ব্রজনাথচক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় প্রীতিভোজে ছিল বাসমতি চালের ভাত, আলুভাজা বেগুন ভাজা ছিল দই ভেটকি, পাবদা এছাড়াও মুরগির লেগপিস সহ চিকেন কষা, মিষ্টি, চাঁটনী, পাপড় ছিল রাজকীয় ভুরিভোজ খাবার। স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস বলেন খিচুড়ি প্রতি মোহ ভঙ্গ হয়েছে ছাত্র-ছাত্রীদের। পরিবর্তন করা হয়েছে আমিষ পদযুক্ত যারা নিরামিষভোজী তাদের জন্য ছিল পনির তরকারি ঘি লেবু আলু ভাজা বেগুন ভাজা এবং বৈতালের ঘন্ট। এছাড়াও সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা চণ্ডী দাস, মৈত্রেয়ী দাস,তুহিনা পুরকাইত নস্কর, সৌরভ নায়েক, করুণা খাঁড়া পাল, বলেন আমাদের স্কুলের মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ১০২ জন কিন্তু আজকের এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরও আমন্ত্রণ করা হয়েছিল এছাড়া আমন্ত্রিত ছিলেন এই এলাকার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের। সব মিলিয়ে আজকের সরস্বতী পুজোর প্রীতিভোজের স্বাদ পরিবর্তন এবং তারই সাথে আজকের এই দিনটি আমরা সকলেই আনন্দের সঙ্গে খাওয়ানোর সাথে অন্যান্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এবং আমাদের স্কুলের ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মেল বন্ধন তৈরি হলো।
No comments