Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মেদিনীপুর গামী বাসে আগুন দমকলের আধিকারিক

হলদিয়া মেদিনীপুর গামী বাসে আগুন হলদিয়া থেকে ফেরার পথে হলদিয়া কলোনি বাজারের কাছে বাসস্ট্যান্ডে হঠাৎ আগুন ধরে যায়। বাসেছিল বাসের ড্রাইভার কন্টাকটার সহ দুজন । কিন্তু কারোর কোন হতা হতের খবর নেই । বাসটি যাত্রী ছেড়ে দিয়ে যখন রওনা…

 



হলদিয়া মেদিনীপুর গামী বাসে আগুন 

হলদিয়া থেকে ফেরার পথে হলদিয়া কলোনি বাজারের কাছে বাসস্ট্যান্ডে হঠাৎ আগুন ধরে যায়। বাসেছিল বাসের ড্রাইভার কন্টাকটার সহ দুজন । কিন্তু কারোর কোন হতা হতের খবর নেই । বাসটি যাত্রী ছেড়ে দিয়ে যখন রওনা দিচ্ছেন দুর্গাচকের  দিকে তখনই রাস্তা মানুষ দেখতে পায় হঠাৎ করেই বাসে ভীষণ ধোঁয়া এবং তৎক্ষণাৎ ড্রাইভার বাস টিকে দাঁড় করিয়ে ওখান থেকে সরে যায়। প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন তারা দমকলকে ফোন করে এবং দুর্গাচক থানার পুলিশ সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসে । ঘটনাটি ঘটেছে বিকেল চারটা নাগাদ। দমকলের একটি ইঞ্জিন আধিকারিকদের তাৎপরতায়  আগুন নিয়ন্ত্রণ আসে বলে সূত্রে জানা যায়। তবে এলাকার মানুষ প্রথমে হলুদ রংয়ের বাস দেখেই আতঙ্কিত হয়ে পড়ে কারণ শিল্প শহরে বিভিন্ন স্কুলের বাস হলুদ রঙে হয়ে থাকার জন্য। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে বলে সূত্রের খবর। দমকলের আধিকারিক জানিয়েছেন যে ব্যাটারির সট সার্কিট থেকে আগুন ফায়ারিং হয়ে যায় এবং চারিদিকে ধোঁয়া হয়ে যায়। সঠিক সময়ে এলাকার মানুষ খবর দেওয়াতেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেওয়াতে সক্ষম হয় । তবে এই ঘটনায় ব্যস্ততম শিল্পশহর হলদিয়া মানুষ সহ পথ চলতি মানুষ অনেকটাই ভৃত প্রকাশ করেছেন।

No comments