নবনির্মিত মন্দিরের উদ্বোধনে স্বামী শ্রুতিসারানন্দ মহারাজ
ডিঃ ঘাসীপুর শ্রী শ্রী শীতলা মাতার নবনির্মিত মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন এবং প্রতিষ্ঠা সহ হনুমানজীউর নবনির্মিত মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা ও শ্রী শ্রী শীতলা মাতা বাৎসরিক শয়াল উৎ…
নবনির্মিত মন্দিরের উদ্বোধনে স্বামী শ্রুতিসারানন্দ মহারাজ
ডিঃ ঘাসীপুর শ্রী শ্রী শীতলা মাতার নবনির্মিত মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন এবং প্রতিষ্ঠা সহ হনুমানজীউর নবনির্মিত মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা ও শ্রী শ্রী শীতলা মাতা বাৎসরিক শয়াল উৎসব ১৪৩১ শুরু হয়েছে হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ডিঘাসীপুর। পরিচালনায় ডিঘাশীপুর শীতলা মাতা মন্দির পরিচালন কমিটি। বিশেষ সূত্রে জানা যায় ২৭ এ মাঘ ১৪৩১ আর ১০ই ফেব্রুয়ারি সোমবার ডিঘাশীপুর গ্রামবাসীদের উদ্যোগে বহু আকাঙ্ক্ষিত শ্রী শ্রী শীতলা মাতা ও হনুমান জীউর নির্মিত মন্দিরের শুভ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী-স্তুতিসারানন্দ মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তমলুক। আজকের এই মহতি সভায় উপস্থিত ছিলেন শ্রী সৌভিক দত্ত গুপ্ত জেনারেল ম্যানেজার ইসিএল ছিলেন তড়িৎ কান্তি জানা বিশিষ্ট সমাজসেবী ছিলেন নিউ বিদ্যুৎ বেকারের প্রোপাইটার অতনু দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ডিঃ ঘাশীপুর শীতলা মাতা মন্দির পরিচালন গ্রাম কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র প্রধান সভাপতী অনিল মাঝি এছাড়া মন্দির নির্মাণ কমিটির সভাপতি অতনু দাস প্রমূখ।
No comments