চলন্ত বাসে আ*গুন শিল্পশহর হলদিয়া দুর্গাচক নিউমার্কেটে ছাত্র-ছাত্রী বোঝাই হলদিয়া স্কুল ফেরত চৈতন্যপুরগামী যাওয়ার পথে দুর্গাচকে হঠাৎ বাসে ধোঁয়া দেখা যায়। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। দেখেই স্কুলের ছাত্র-ছাত্রীরা চিৎকার শ…
চলন্ত বাসে আ*গুন
শিল্পশহর হলদিয়া দুর্গাচক নিউমার্কেটে ছাত্র-ছাত্রী বোঝাই হলদিয়া স্কুল ফেরত চৈতন্যপুরগামী যাওয়ার পথে দুর্গাচকে হঠাৎ বাসে ধোঁয়া দেখা যায়। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। দেখেই স্কুলের ছাত্র-ছাত্রীরা চিৎকার শুরু করে। তৎক্ষণাৎ এলাকার মানুষজন ছুটে আছে সকল ছাত্র-ছাত্রীদের বাস থেকে সকলকে নামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগে দুটি ইঞ্জিন পৌঁছে যান। হথা হতের কোন খবর নেই বলে সূত্রে জানা যায়। বিশেষ সূত্রে জানা যায় বাসের ব্যাটারিতে সট সার্কিট হওয়ার কারণেই এই আগুন।
No comments