টিউশন পড়তে গিয়ে শিক্ষকের বাড়িতে ছাত্রীর মৃত্যু ঘটনায় চাঞ্চল্য সৃষ্টিটিউশন পড়তে গিয়ে শিক্ষকের বাড়ি ছাদের পাশেই বিদ্যুতিক তারে ইলেকট্রিক শর্ট লেগে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রীর। বরগোদা এলাকার বাসিন্দা শক্তিপদ মন্ডলের কন্যা শুভশ…
টিউশন পড়তে গিয়ে শিক্ষকের বাড়িতে ছাত্রীর মৃত্যু ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি
টিউশন পড়তে গিয়ে শিক্ষকের বাড়ি ছাদের পাশেই বিদ্যুতিক তারে ইলেকট্রিক শর্ট লেগে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রীর। বরগোদা এলাকার বাসিন্দা শক্তিপদ মন্ডলের কন্যা শুভশ্রী মন্ডল (১৫)।স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই মঙ্গলবার দুপুরে নন্দকুমার থানার বরগোদা এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে রামভদ্রপুরে তন্ময় মাঝি নামে এক শিক্ষকের কাছে টিউশন পড়তে যায়। শিক্ষক বাড়িতে না থাকায় বাড়ির ছাদে ঘোরাফেরা করছিল শুভশ্রী ও অন্যান্য ছাত্রীরা। বাড়ির পাশে থাকা একটি কুলগাছে বাঁশ দিয়ে কুল পাড়ার সময়ে কিছুটা দূরে হাই টেনশন তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় শুভশ্রীর। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য নিয়ে আসে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে।
No comments