Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিভিন্ন পার্কে রংবাহারিফুলে মন কেড়েছে দর্শকদের

বিভিন্ন পার্কে রংবাহারিফুলে মন কেড়েছে দর্শকদের
ফুল বা পুষ্প হলো উদ্ভিদের বিশেষ একটি মৌসুমী অঙ্গ যা উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি উদ্ভিদের পরিবর্তিত বিট ফুলের সৌন্দর্যের জন্য জনপ্রিয় ফুল ফুল থেকে উদ্ভিদের ফল হয়।…

 


বিভিন্ন পার্কে রংবাহারিফুলে মন কেড়েছে দর্শকদের


ফুল বা পুষ্প হলো উদ্ভিদের বিশেষ একটি মৌসুমী অঙ্গ যা উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি উদ্ভিদের পরিবর্তিত বিট ফুলের সৌন্দর্যের জন্য জনপ্রিয় ফুল ফুল থেকে উদ্ভিদের ফল হয়। 

সপুষ্পক উদ্ভিদের যে রূপান্তরিত অংশ ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে বংশবিস্তারের সাহায্য করে থাকে ফুল। হাজার হাজার বছর ধরেই ফুলকে সৌন্দর্যের প্রতীক বা আধ্যাত্মিক বস্তু হিসেবে ধরা হয় সনাতন ধর্মে দেব দেবীর ফুলের মাধ্যমে আরাধনা করা রীতি রয়েছে। এমনকি বিশেষ বিশেষ দেবদেবীর আরাধনার বিশেষ বিশেষ ফুল ব্যবহার হয়। ফুল আমাদের পরিবেশেও অনেক বড় অবদান রাখে পৃথিবীতে খাদ্য হিসেবে ফুলের মধুর কোন তুলনা নেই এমনকি ফুলের মধু এমন একটি খাদ্য যা অনেক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা সম্ভব আবার ফুলকি কখনো কখনো ভালোবাসার প্রকাশ মাধ্যম হিসেবে ধরা হয় বর্তমানে প্রেমিক-প্রেমিকাগণ গোলাপ ফুলের মাধ্যমে ভালোবাসার প্রকাশ করে থাকে।

ফুলকে কেনা ভালোবাসে ফুলের বাগানে কিছুটা সময় কাটি নিজেকে নতুন করে বাঁচার লক্ষ্য খুঁজে নেয় ফুল জন্ম থেকে মৃত্যু এবং ক্রিয়াকর্ম পর্যন্তই বিভিন্নভাবেই ভুলের প্রয়োজন হয় আজকে যে ফুল বাগানে ফুটছে সেই ফুল সকাল হলে কোন দেবতার পায়ে যাবে না কোন মৃত ব্যক্তির গলায় যাবে না সে জানে না।

২০০২ সালে হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে খেলাঘর গড়ে তোলা হয়েছিল যাও ওই এলাকার মানুষদের আকর্ষণ করার জন্য সারাদিন কাজকর্মের পরেই কিছুটা অবসর কাটানোর জন্য খেলাঘর এই খেলাঘর এত কোটি টাকায় তৈরি হয়েছিল ফুলের বাগান ছোট্ট ছোট্ট শিশুদের জন্য দোলনা এবং বাচ্চাদের জন্য ঢেকি উদ্যান এছাড়াও বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের বিভিন্ন জাতির ফুল দেখতে পাওয়া যায়। মানুষের যখন মন খারাপ হয় তখন এমনই ফুলের দৃশ্য উপভোগ করলে মুহূর্তের মধ্যেই মন ভালো হয়ে যায়। ওই এলাকার প্রকৃতিপ্রেমীরা ফুলের টানে ছুটে আসে বিশেষ করে এই সময়ে সারা বছর অবসর এর খেলাঘরে আসে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা থেকে শুরু করে বয়স্করা কিছুটা বিনোদনের জন্য কিন্তু ফুল মানেই সকলকেই আলাদা আকর্ষণ করে ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে এই ফুলের বাগান আরো ভিড় হবে।  সুন্দর হয়ে উঠেছে খেলা ঘরের বাগান  জানালেন ফুল বাগানের মালি।

No comments