নিজের মতো বাঁচো বিশ্বনাথ মান্না কথার ভাঁজে লুকিয়ে থাকে টক মিষ্টি ঝাল,সব কথা যায় কী বোঝা কি হবে তার হাল।কথার মানে সেই তো জানে যে জন ভুক্তভোগী,সব রোগ সারে না কী?জানবে ভালো রুগি।কথামালায় মালা গেঁথে নানান উপহার,কার মনে কী যে আছে ব…
নিজের মতো বাঁচো
বিশ্বনাথ মান্না
কথার ভাঁজে লুকিয়ে থাকে
টক মিষ্টি ঝাল,
সব কথা যায় কী বোঝা
কি হবে তার হাল।
কথার মানে সেই তো জানে
যে জন ভুক্তভোগী,
সব রোগ সারে না কী?
জানবে ভালো রুগি।
কথামালায় মালা গেঁথে
নানান উপহার,
কার মনে কী যে আছে
বোঝাই যেন ভার !
সব কথাতে কান দিতে নেই
এইটা মনে রাখো,
সবাই ভালো হয় না রে ভাই
নিজের মতো বাঁচো।
No comments