তমলুকে আন্তঃ মহাবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা
তমলুকে তাম্রলিপ্ত ইন্সস্টিটিউট অফ ম্যনেজমেন্ট এণ্ড টেকনোলজি কলেজের উদ্যোগে ৮ই ফেব্রুয়ারী ২০২৫, শনিবার অনুষ্ঠিত হল আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগীতায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে…
তমলুকে আন্তঃ মহাবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা
তমলুকে তাম্রলিপ্ত ইন্সস্টিটিউট অফ ম্যনেজমেন্ট এণ্ড টেকনোলজি কলেজের উদ্যোগে ৮ই ফেব্রুয়ারী ২০২৫, শনিবার অনুষ্ঠিত হল আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগীতায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ১৩টি কলেজের প্রায় তিনশতাধিক ছাত্র-ছাত্রী দাবা, ব্যাটমিন্টন, ভলিবল ও কবাডি এই চারটি ইভেন্টে অংশগ্রহণ করেন। এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত কলেজের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মহিত, সম্পাদক সেখ খাইরুল ইসলাম, কলেজের অধ্যক্ষা ড. নমিতা কর্মকার, পরিচালন কমিটির মেম্বার অঞ্জুম আরা ইসলাম ও সেখ জিয়াউল ইসলাম প্রমুখ।
কলেজের সম্পাদক সেখ খাইরুল ইসলাম বলেন আন্তঃ কলেজ প্রতিযোগীতার মাধ্যমে অবিভক্ত মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে প্রকৃত যোগ্য ক্রীড়ানবিশ তুলে রাজ্যস্তরে পাঠানোর মাধ্যমে জেলার সুনাম বৃদ্ধি করার লক্ষ্যে এই প্রতিযোগীতা আমরা আয়োজন করেছি। কলেজ স্তরে এই ধরনের প্রতিযোগীতা প্রথম অনুষ্ঠিত হল। তাম্রলিপ্ত ইন্সস্টিটিউট অফ ম্যনেজমেন্ট এণ্ড টেকনোলজির উদ্যোগে আগামী বছরগুলিতে আরও বড় আকারে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার প্রতিশ্রুতি দেন।
No comments