ভাইপো র হাতে কাকা খুন, যাবজ্জীবন কারাদণ্ড
দিনটি ছিল ২০১৯ সালের মে মাসের ২৪ তারিখ। সেদিন সকালে দোষী ব্যক্তি *যুধিষ্ঠির ওরফে সমীর ঘড়া* তার মাসি লক্ষ্মী ঘড়াকে মারধর করে।সেই সমস্যার মীমাংসা করে দেওয়ার জন্য লক্ষ্মী দেবী যুধিষ্ঠিরের…
ভাইপো র হাতে কাকা খুন, যাবজ্জীবন কারাদণ্ড
দিনটি ছিল ২০১৯ সালের মে মাসের ২৪ তারিখ। সেদিন সকালে দোষী ব্যক্তি *যুধিষ্ঠির ওরফে সমীর ঘড়া* তার মাসি লক্ষ্মী ঘড়াকে মারধর করে।সেই সমস্যার মীমাংসা করে দেওয়ার জন্য লক্ষ্মী দেবী যুধিষ্ঠিরের কাকা মৃত মদন ঘড়া কে তাঁদের বাড়িতে ডেকে পাঠান। কথাবার্তা চলাকালীন যুধিষ্ঠির তাঁর কাকা মদন ঘড়া কে কোদাল দিয়ে মাথায় একাধিকবার আঘাত করেন। যার ফলে মদন বাবু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন । ওনাকে প্রথমে তদানীন্তন তমলুক জেলা হাসপাতালে এবং পরে এন. আর.এস হাসপাতালে স্থানান্তরিত করা হলে উনি ঘটনার পরদিন মারা যান।
পরবর্তীকালে মৃত ব্যক্তির বৌমা মহিষাদল থানায় অভিযোগ দায়ের করেন। সাব-ইন্সপেক্টর সমীর কুমার আইচ অত্যন্ত দক্ষতার সাথে তদন্ত দোষী ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট জমা দেন।
ঘটনার নৃশংসতা, সাক্ষীদের বয়ান সহ অন্যান্য প্রমাণের ভিত্তিতে ইতিমধ্যেই সেই মামলায় *যুধিষ্ঠির ওরফে সমীর ঘড়া* কে যাবজ্জীবন কারাদন্ড এবং সাথে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন হলদিয়ার অতিরিক্ত দায়রা আদালতের মাননীয় বিচারপতি মহাশয়।
No comments