শব্দে স্তব্ধ - দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)যানবাহনের বাজয়ে হর্ণ শব্দ বিকট করে যন্ত্রনাতে ছটফট করে মূমূর্ষুরা ঘরে। হচ্ছে বধির শ'…
শব্দে স্তব্ধ -
দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
যানবাহনের বাজয়ে হর্ণ
শব্দ বিকট করে
যন্ত্রনাতে ছটফট করে
মূমূর্ষুরা ঘরে।
হচ্ছে বধির শ'য়ে শ'য়ে
অন্যায় এদের কাজই
জ্ঞানপাপীরা জানে সবই
ফাটায় এরা বাজি।
শব্দ বাজি ফাটে দেদার
দেখি পথেঘাটে
হচ্ছে দূষণ ধরার পবন
ভুল পথে সব হাঁটে।
বক্স দিয়ে বানিয়ে ঘর
বাজায় বিকট ডিজে
হার্টের ব্যধি বাড়তে থাকে
ডাকে বিপদ নিজে ।
এবার থেকে তারস্বরে
বাজাবো না মাইক
অসুস্থ বয়স্ক শিশুর কথা
ভেবে হব অমায়িক।
No comments