জাতীয় বিজ্ঞান দিবসে ছাত্রীদের মুভি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়!
আজ "জাতীয় বিজ্ঞান দিবস", উপলক্ষ্যে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের জন্য " মিশন্ মঙ্গল "মুভি ও সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের ক্যুই…
জাতীয় বিজ্ঞান দিবসে ছাত্রীদের মুভি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়!
আজ "জাতীয় বিজ্ঞান দিবস", উপলক্ষ্যে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের জন্য " মিশন্ মঙ্গল "মুভি ও সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের ক্যুইজ প্রতিযোগিতা হয়। টিফিনের আগে সকলের জন্য মডেল প্রদর্শনের আয়োজন করা হয়েছে। সেইসঙ্গে অলিম্পিয়াড প্রতিযোগিতায় ইংরেজী বিষয়ে গোল্ড মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হল।অঙ্ক ও বিজ্ঞান বিষয়ের রেজাল্ট এখনও প্রকাশিত বিশেষ কারণে সম্ভব হয়নি।
সারদাময়ী বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন তিনি বলেন , সরকারি বাংলা মিডিয়াম স্কুলে ও ছাত্রীরা চাইলে অলিম্পিয়াড এর মতো পরীক্ষায় অংশ নিতে ও সফল হতে পারে। ব্যাক্তিত্ব গঠন ও বুদ্ধিমত্তা বিকাশে ভাষা একমাত্র হাতিয়ার হতে পারে না,একটি মাধ্যম মাত্র। তে অংশগ্রহণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষায়ত্রী।
No comments