Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ন্যাড়াচকে গোঁসাই বাবাজি ও শিতলা মাতার মন্দিরে ভক্তদের সমাগম

ন্যাড়াচকে গোঁসাই বাবাজি ও শিতলা মাতার মন্দিরে ভক্তদের সমাগম
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া ২৪ নম্বর ওয়ার্ড ন্যাড়ারচক শীতলা মন্দির ও গোঁসাই বাবাজি বাৎসরিক অনুষ্ঠান গত মঙ্গলবার ২৫ শেষ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল আজ শুক্রবার ২৮শে …

 



ন্যাড়াচকে গোঁসাই বাবাজি ও শিতলা মাতার মন্দিরে ভক্তদের সমাগম


পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া ২৪ নম্বর ওয়ার্ড ন্যাড়ারচক শীতলা মন্দির ও গোঁসাই বাবাজি বাৎসরিক অনুষ্ঠান গত মঙ্গলবার ২৫ শেষ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল আজ শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি মায়ের বড় পুজো এই বড় পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথেই আজকের অনুষ্ঠান ছাড়া জেলার একটা আলোড়ন সৃষ্টি করে। এই হরি নুটে প্রায় আট থেকে দশ কুইন্টাল বাতাসা হরিনুট হয়। তবে অন্য জায়গায় হরি লুটের যে মাহাত্ম্য কিন্তু ন্যাড়ারচক এই শীতলা মায়ের মন্দিরের মাহাত্ম্য একটু আলাদা। এখানে সকল দর্শনার্থী ভক্তবৃন্দ সকলেই বসে যান আর বাতাসা প্রত্যেকে ভক্তদের কাছেই মা শীতলা মায়ের প্রসাদ পৌঁছে যান । প্রত্যেকের কাছে কাছেই এখানে হরিলুটের বাতাসা গোড়ানোর জন্য ছোটাছুটি করতে হয় না এটাই ন্যাড়াচক গ্রামের শীতলা মায়ের মন্দিরের বিশেষ মাহাত্ম্য। আজকের এই হরিলুটের বাতাসা গোড়ানোর জন্য প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। কিন্তু প্রত্যেকেই বসে গিয়েছিলেন যদিও জায়গা সংকট তা সত্বেও প্রত্যেকেই সেই সংকট জায়গাতেও বসে থেকে বাতাসা প্রসাদ গ্রহণ করলেন।

No comments