Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুল গেমস এন্ড স্পোর্টস হলদিয়া ব্লক এলাকায় অনুষ্ঠিত হচ্ছে

স্কুল গেমস এন্ড স্পোর্টস হলদিয়া ব্লক এলাকায় অনুষ্ঠিত হলব্লক কাউন্সিলফর স্কুল গেমস্ এণ্ড স্পোর্টস হলদিয়া ব্লক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা২৬-২৮ পর্যন্ত অনুষ্ঠিত হয় ২৬ শে ফেব্রুয়ারি হলদিয়া চকদ্বীপা হাই…

 


স্কুল গেমস এন্ড স্পোর্টস হলদিয়া ব্লক এলাকায় অনুষ্ঠিত হল

ব্লক কাউন্সিলফর স্কুল গেমস্ এণ্ড স্পোর্টস হলদিয়া ব্লক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা২৬-২৮ পর্যন্ত অনুষ্ঠিত হয় ২৬ শে ফেব্রুয়ারি হলদিয়া চকদ্বীপা হাই স্কুল মাঠেই বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ২৭শে ফেব্রুয়ারি অন্নদাময়ী বালিকা বিদ্যালয় স্কুল প্রাঙ্গনে মহিলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ২৮ শে ফেব্রুয়ারি দক্ষিণ চক হাই স্কুল মাঠে খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাব ডিভিশন গেমস স্কুল গেমস এন্ড স্পোর্ট স  সম্পাদক চন্দন কুমার পন্ডা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি বলেন আমাদের জেলায় বিভিন্ন সাব ডিভিশনের ব্লক স্তরে স্পোর্টস এখন চলছে। সকল মহকুমার ভিত্তি এই খেলা গুলি হচ্ছে। এই সফল প্রতিযোগীদের  নিয়ে মহকুমার ভিত্তিক এবং তার পরেই আমরা জেলা পর্যায়ে এই প্রতিযোগিতা তারপর রাজ্য ও ন্যাশনাল স্তর পর্যন্ত এই প্রতিযোগিতা  অনুষ্ঠিত হবে। স্কুল গেমস এন্ড স্পোর্ট স উপদেষ্টা মন্ডলের সদস্য আলোক রঞ্জন দাস তিনি জানান এই তিন দিন ধরে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ শরীর সুস্থ রাখতে খেলার মাঠ আমাদের খুব প্রয়োজন। মহকুমার প্রতিযোগিতার সহ সভাপতি  কল্পনা সরকার তিনি বলেন মহকুমার এবং জেলা যারা অংশগ্রহণ করবেন তার আগেই প্রত্যেকটি ব্লক এলাকায় এই স্কুল স্পোর্টস এন্ড গেমস এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মহকুমার থেকে জেলা , জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে ন্যাশনাল গেমস পর্যন্ত এই প্রতিযোগিতার সফল প্রতিযোগি প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। দক্ষিণ চক হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর শীর্ষেন্দু দাস অধিকারী বলেন আমাদের স্কুল মাঠে ব্লকে ছাত্র-ছাত্রীদের খো খো প্রতিযোগিতা হচ্ছে ব্লক স্তরের যে সকল ক্রীড়া প্রেমী এবং স্কুল কর্তৃপক্ষ এসেছেন তাদের সকলকে আমাদের স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই।  ছাত্র-ছাত্রীদের খোখো প্রতিযোগিতা ঘিরে  দক্ষিণচক হাই স্কুল মাঠ ছিল দর্শক পরিপূর্ন।  ছাত্রদের খো খো খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন দ্বাড়িবেড়িয়্যা হাই স্কুল । রানার হয়েছেন দেউলপোতা হাই স্কুল। ছাত্রীদের খোখো প্রতিযোগিতায় রানার হয়েছেন দক্ষিণচক হাই স্কুল এবং চ্যাম্পিয়ন হয়েছেন অন্নদাময়ী বালিকা বিদ্যালয়। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দক্ষিণ চক হাই স্কুল মাঠেই।

No comments