Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আনাপুর সবুজ সংঘের বাৎসরিক অনুষ্ঠানে ১৬ টিমের ক্রিকেট উৎসব

আনাপুর সবুজ সংঘের বাৎসরিক অনুষ্ঠানে ১৬ টিমের ক্রিকেট উৎসবপূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত আনারপুর সবুজ সংঘ। তাদের এ বাড়ীর বাৎসরিক অনুষ্ঠান আঠাশ তম বর্ষের পদার্পণ করলো। ৭ই জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্…

 


আনাপুর সবুজ সংঘের বাৎসরিক অনুষ্ঠানে ১৬ টিমের ক্রিকেট উৎসব

পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত আনারপুর সবুজ সংঘ। তাদের এ বাড়ীর বাৎসরিক অনুষ্ঠান আঠাশ তম বর্ষের পদার্পণ করলো। ৭ই জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত  নানান ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ টি দলে খেলা অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা  পরিষদ অনুমোদিত abhyudaya haldia এর অন্তর্ভুক্ত সংস্থা anarpur sabuj sangha এ. ফাইলে দুটি দল চকদ্বীপা লাভাস ও বাগনান শ্রীনিকা,  চ্যাম্পিয়ন হয় বাগনান শ্রীনিকা খেলার উদ্বোধন করেন নিরঞ্জন পড়ুয়া.  প্রাক্তন. যুব আধিকারিক. যুব ও ক্রীড়া দপ্তর. প: ব: ফাইল এ উপস্থিত ছিলেন শ্রীদেব মণ্ডল. সম্পাদক. তীরন্দাজ association. পূর্ব মেদিনীপুর.  অশোক মিশ্র. সভাপতি. Sutahata panchayat samiti. পাথ বট্যাবেল . পূর্ত কর্মাধ্যক্ষ. Sutahata panchayat samiti. অভিষেক দাস. মেম্বার. Purba medinipur zilla parishad. অর্পিত দাস. মেম্বার. Purba medinipur zilla পরিষদ . অনুপম মাইতি. সম্পাদক abhyudaya haldia. Anubrata jana .সহ সভাপতি abhyudaya haldia. Ranajit Dolai. Tresarar. Abhyudaya haldia.

No comments