বিবেকানন্দ ও মাস্টারদা স্মরণে
ভোগপুর মনীষী স্মরণ সমিতির উদ্যোগে আজ বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন ও মাস্টারদা সূর্য সেনের ৯২ তম প্রয়ান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। ভোগপুর স্টেশন সংলগ্ন বিবেকানন্দের মূর্তি সংলগ্ন এই অনুষ্ঠান…
বিবেকানন্দ ও মাস্টারদা স্মরণে
ভোগপুর মনীষী স্মরণ সমিতির উদ্যোগে আজ বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন ও মাস্টারদা সূর্য সেনের ৯২ তম প্রয়ান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। ভোগপুর স্টেশন সংলগ্ন বিবেকানন্দের মূর্তি সংলগ্ন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক সমীর সামন্ত ও অঞ্জলি মান্না,সুখেন্দু শেখর জানা,জন্মেঞ্জয় মান্না, বানেশ্বর নাটুয়া প্রমুখ।
সভা পরিচালনা করেন সমিতির সভাপতি অভিরাম আদক। বক্তারা বলেন,দেশের স্বাধীনতার ৭৫ বছর পরেও দেশের সরকার জাতপাতের বিবাদ ঘোচাতে পারেনি। শিক্ষা ব্যবস্থা প্রকৃত মানুষ গড়ে তুলতে পারেনি। তাই বিবেকানন্দ ও মাস্টারদার মত মানুষের জীবনচর্চা করা দরকার।
No comments