Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কলিশ্বরে ফুল বোঝাই ছোট গাড়ির সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকা ২৪ চাকার গাড়ির ধাক্কায় মৃত-২ গুরুতর জখম ১আহত ৫

পাঁশকুড়া থানার কলিশ্বরে ফুল বোঝাই ছোট গাড়ির সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকা ২৪ চাকার গাড়ির ধাক্কায়  মৃত-২ গুরুতর জখম ১আহত ৫ মৃত ও  আহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবী সহ অবিলম্বে পশ্চিম মেদিনীপুর জেলায় ফুলবাজার  নির্মাণের দাবী।
     …

 




পাঁশকুড়া থানার কলিশ্বরে ফুল বোঝাই ছোট গাড়ির সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকা ২৪ চাকার গাড়ির ধাক্কায়  মৃত-২ গুরুতর জখম ১আহত ৫

 মৃত ও  আহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবী সহ অবিলম্বে পশ্চিম মেদিনীপুর জেলায় ফুলবাজার  নির্মাণের দাবী।


        ১১ জানুয়ারী ভোর সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুর দিক থেকে আসা ফুলের বোঝা যুক্ত পিক আপ ভ্যান ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁশকুড়া থানার অন্তর্গত কলিশ্বরের নিকট দাঁড়িয়ে থাকা ২৪ চাকার একটি বড় গাড়িকে সজোরে ধাক্কা মারলে বেশ কয়েকজন ফুলচাষী এবং গাড়ির ড্রাইভার/হেলপার গুরুতর আহত হয়ে স্থানীয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে গাড়ীর হেলপার মারা যায়। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার চন্দনপুর গ্রামের এক ফুলচাষী রাধানাথ সামন্ত(৫৩ বছর) সংকটজনক অবস্থায় গতকাল রাত্রিতে কলকাতার পিজি হসপিটালে মারা যান। বাকিরা আহত অবস্থায় চিকিৎসাধীন বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে। 

অবিভক্ত মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন,পশ্চিম মেদিনীপুর জেলার ফুলচাষ সংশ্লিষ্ট ব্লকগুলির মধ্যে জাতীয় সড়ক সংলগ্ন স্থানে কোন বড় ফুলের বাজার না থাকায় প্রায় প্রতি বছর পূর্ব মেদিনীপুরের দেউলিয়া বাজারে ফুল বিক্রি করতে আসার সময় ভোর রাতে এই ধরনের দুর্ঘটনা লেগেই থাকে। এর পূর্বে একাধিক ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের প্রাণহানিরও ঘটনা ঘটেছে। আমরা  দুর্ঘটনায় নিহত দুজনের পরিবারকে ৩ লক্ষ, গুরুতরদের এক লক্ষ,অন্যান্যদের ৫০ হাজার টাকা অনুদান বাবদ সাহায্য সহ অবিলম্বে পশ্চিম মেদিনীপুর জেলায় ফুলচাষ সংশ্লিষ্ট ব্লকগুলির জাতীয় সড়ক সংশ্লিষ্ট স্থানে সরকারি উদ্যোগে ফুলবাজার গড়ে তোলার দাবী জানাচ্ছি।

No comments