স্বামী বিবেকানন্দ এর ১৬৩ তম জন্মদিন পালিত হলো শহীদ ক্ষুদিরাম নগরের ২৪ নং ওয়ার্ড অল্প কয়েক দিন আগে শহীদ ক্ষুদিরাম নগরে প্রতিষ্ঠিত হয়েছে 'বরিষ্ঠ নাগরিক মঞ্চ '। এই নাগরিক মঞ্চের উদ্যোগে পালিত হলো যুগ নায়ক বীর সন্ন্যাসী স্বা…
স্বামী বিবেকানন্দ এর ১৬৩ তম জন্মদিন পালিত হলো শহীদ ক্ষুদিরাম নগরের ২৪ নং ওয়ার্ড
অল্প কয়েক দিন আগে শহীদ ক্ষুদিরাম নগরে প্রতিষ্ঠিত হয়েছে 'বরিষ্ঠ নাগরিক মঞ্চ '। এই নাগরিক মঞ্চের উদ্যোগে পালিত হলো যুগ নায়ক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এর জন্মদিন। পরিচ্ছন্ন সাংস্কৃতিক পরিমন্ডলে স্থানীয় মানুষজন একত্রিত হয়ে সুন্দর ভাবে তাঁকে তুলে ধরলেন সবার মাঝে।
বরিষ্ঠ নাগরিক মঞ্চের সভাপতি শ্রী সীতারাম মন্ডল মহাশয় আজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন আনকো আলো পত্রিকার সম্পাদক ও প্রাক্তন শিক্ষক শ্রী অসীম কুমার মাইতি, প্রাক্তন কাউন্সিলর শ্রী শম্ভু মন্ডল, ২৪ নং ওয়ার্ডের সভাপতি শ্রী রবীন্দ্র কুমার দিন্ডা, হলদি বানী পত্রিকার সম্পাদক শ্রী অশোক কুমার আচার্য্য, শ্রী নটবর পাত্র,সংগীত শিক্ষক গৌর রুদ্র এবং সারদা স্মৃতি কয়্যারের শ্রীমতী স্বাতী চক্রবর্তী ও অর্চনা দাশগুপ্ত।
সমগ্র অনুষ্ঠানটি রূপদান করেন প্রশান্ত প্রধান রথীন্দ্র কুমার প্রধান অরুনাভ আচার্য্য উত্তম বাগ নাড়ু সেনাপতি মৃন্ময় পাত্র ও শোভন প্রধান। সঞ্চালনায় রবীন্দ্র কুমার দিন্ডা নিজস্বতা ফুটিয়ে তুলেছেন।গান কবিতা ও বক্তব্য দিয়ে শীতের সকাল ফিরিয়ে দিয়েছে " ওঠো, জাগো,লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামো না।" ওঠো,আর একবার ওঠো, কারণ ত্যাগ ছাড়া কিছুই করা যায় না।প্রতিবেশীরা জেগে এসে দেখছে এখানে কি হচ্ছে। কোনদিন তো হয়নি? একে একে লজ্জা কাটিয়ে দাঁড়িয়ে শুনছে আমাদের কথা - আমরা কি বলতে চাইছি। এটাই আমাদের প্রাপ্তি। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে উপস্থিত সবার হাতে সংস্থার পক্ষ থেকে একটি করে কলম উপহার দেওয়া হয়।
No comments