হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম পালিত হল জগৎজননী শ্রীশ্রী মা সারদাদেবীর ১৭২তম পূর্ণ আবির্ভাব তিথি উদযাপন অনুষ্ঠান
পরমাপ্রকৃতি শ্রীশ্রী মা সারদাদেবীর ১৭২তম বর্ষ জন্মতিথি উদযাপন অনুষ্ঠান বিশেষ মর্যাদা ও সাড়ম্বরে সহকারে পালিত …
হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম পালিত হল জগৎজননী শ্রীশ্রী মা সারদাদেবীর ১৭২তম পূর্ণ আবির্ভাব তিথি উদযাপন অনুষ্ঠান
পরমাপ্রকৃতি শ্রীশ্রী মা সারদাদেবীর ১৭২তম বর্ষ জন্মতিথি উদযাপন অনুষ্ঠান বিশেষ মর্যাদা ও সাড়ম্বরে সহকারে পালিত হয় দুর্গাচক সংলগ্ন রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়ার সারদাতীর্থ ভবন প্রার্থনা সভা কক্ষে। ভোরে মঙ্গলারতি, বেদ ও গীতা পাঠ এবং স্তবগানের মধ্যদিয়ে আবির্ভাব তিথি মাঙ্গলিক অনুষ্ঠানের প্রারম্ভিক শুভ সূচনা হয় । সকাল ৮ টা থেকে শুরু হয় বিশেষ পুজা, পাঠ, পুস্পাঞ্জলি, ভক্তিগীতি হোম ও দুপুরে ভোগরাগ নিবেদন। এর পাশাপাশি মিশন আশ্রমের শিশুদের মানবিক উৎকর্ষ বিকাশ কমসূচীর সকল পড়ুয়াদের দ্বারা পরিবেশিত হয় সমবেত ভক্তিগীতি ও শ্রীশ্রী সারদা মায়ের স্তবগান ও বন্দনা। ওই দিন প্রার্থনা কক্ষে সকাল ১১ টা থেকে ১১. ৪৫ মিনিট পর্যন্ত ভক্তদের সামনে শ্রীশ্রী সারদা মায়ের জীবন ও আর্দশ প্রসঙ্গ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পৌরহিত করেন রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়ার সাধারণ সম্পাদক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিবেকাত্মানন্দ (বিবেক মহারাজ)। সভা শেষে ভক্তিগীতি পরিবেশন করেন সংগীত শিল্পী শ্রী দেবীশঙ্কর চাট্যার্জী মহাশয়। শ্রীশ্রী সারদা মা এর আবির্ভাব তিথি অনুষ্ঠানে আগত সমবেত ভক্তদের বসিয়ে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়। সন্ধ্যায় শুরু হয় সন্ধ্যারতি ও বিশেষ প্রার্থনা সংগীত - " খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায়।
নিরঞ্জন নর-রূপ-ধর নির্গুণ গুণময় " এবং সমবেতভাবে ভক্তিগীতি পরিবেশন করেন আশ্রমিকবৃন্দ এবং মিশন আশ্রমের সকল পড়ুয়া দ্বারা যন্ত্রসংগীত সহকারে একযোগে হরিনাম সংকীর্তন শেষে শ্রীশ্রী সারদা মায়ের জন্মতিথি উৎসব অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।
No comments