Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একেই বলে মহাকুম্ভের দিব্য শক্তির আকর্ষণ!

একেই বলে মহাকুম্ভের দিব্য শক্তির আকর্ষণ!
প্রয়াগরাজের মহাকুম্ভে অমৃত স্নান করে জীবন দর্শনকেই পাল্টে ফেললেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি! নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। ২৪শে জানুয়ারি কি…

 



  একেই বলে মহাকুম্ভের দিব্য শক্তির আকর্ষণ!


প্রয়াগরাজের মহাকুম্ভে অমৃত স্নান করে জীবন দর্শনকেই পাল্টে ফেললেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি! নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। ২৪শে জানুয়ারি কিন্নর আখড়ায় সেখানকার মহামন্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করেন মমতা কুলকার্নি। তাঁর হাত ধরেই শুরু করলেন জীবনের আধ্যাত্মিক ইনিংস। সন্ন্যাস ধর্ম নেওয়ার ফলে নিয়মানুযায়ী বদলে গেল বলিউডের এক সময়ের হিট নায়িকা মমতা কুলকার্নির পরিচয়ও। তাঁর নতুন নামকরণ করা হল মমতানন্দ গিরি। এদিন মহাকুম্ভের কিন্নর আখড়া থেকে অভিনেত্রীকে দেখা গেল গেরুয়া বসনে। গলায় রুদ্রাক্ষের মালা। কপালে গেরুয়া তিলক। শুক্রবারই সন্ন্যাসিনী মমতানন্দকে কিন্নর আখড়ার ‘মহামন্ডলেশ্বর’ হিসেবে ঘোষণা করা হবে। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে নিজের পিণ্ডদান করেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। জীবনের এক অস্থির সময় পেরিয়ে ধর্মে ও আধ্যাত্মিক পথ অনুসরণ করলেন অভিনেত্রী। এবার সমস্ত মোহ মায়া কাটিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা কুলকার্নি।

No comments