Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বহুমুখী মেধা অন্বেষণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন

বহুমুখী মেধা অন্বেষণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ 
২৩ শে জানুয়ারি ২৫,  বৃহস্পতিবার রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যা মন্দিরে বহুমুখী মেধা অন্বেষণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান…

 



বহুমুখী মেধা অন্বেষণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ 


২৩ শে জানুয়ারি ২৫,  বৃহস্পতিবার রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যা মন্দিরে বহুমুখী মেধা অন্বেষণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সবাঙ্গসুন্দর আয়োজন।। নগেন্দ্রনাথ পাল শিক্ষা অনুশীলন মিশন ও কে কে এডুকেশন সোসাইটির যৌথ উদ্যোগে ঐকান্তিকতা নিয়ে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের জানা অজানা মেধা অন্বেষণ ( ১০০ নম্বর এর সাধারণ জ্ঞান/ ৫০ এম সি কিউ ও এস এ কিউ), চিত্রকলা রামধনু, ( নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ( বাংলা মিডিয়াম/ ইংরেজি/  মিডিয়াম/ সৃজনশীল অঙ্কন পরীক্ষা) , নলেজ হান্ট , ইংলিশ মিডিয়াম প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ( ১০০ নম্বর সাধারণ জ্ঞান/ এম সি কিউ/ এস এ কিউ ৫০+৫০), বেঙ্গল টেলেন্ট সার্চ, প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী, রাজ্য সরকারের অধীনে যে অনুশীলন সিলেবাস অনুযায়ী (বাংলা, ইংরেজি ও পরিবেশ বিজ্ঞান ১০০ নম্বর ), সকল পরীক্ষার কৃতি ৭৬ জন ( যাহারা ৮১  -১০০ নম্বর পেয়েছেন)স্মারক, শংসাপত্র, মূল্যবান ব ই , মার্কশিট, মেডেল সহ বিভিন্ন ধরনের শিক্ষামুলক উপকরণ সামগ্ৰী উপহার হিসেবে তূলে দেওয়া হয়। কে, কে এডুকেশন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দীপন দেব শর্মা, উৎপল দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড:  অলি ব্যানার্জি গবেষক অধ্যাপক শঙ্করাচার্য আশ্রম দ্বারকানাথ, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড:  জাতীয় শিক্ষক সুবেশ কুইতি চকদ্বীপা হাইস্কুল বর্তমান স্বামী শুদ্ধানন্দ মহারাজ, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপ্তী দাস, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ শিক্ষিকা তনুশ্রী দাস, বাসুদেবপুর কন্যা মিলন শিক্ষা মন্দির, ইভিজিলেটর হিসেবে উপস্থিত ছিলেন অভিজিৎ ভৌমিক, হিতশ্রী পাল, স্বপন কুমার মিদ্যা, বিবেকানন্দ সামন্ত, সরোজ দোলাই, অমলেশ বক্সী, বাপ্পাদিত্য মন্ডল, অমিত কুমার বর্মন, স্বেচ্ছাসেবক ছিলেন অরিন্দম বেরা, প্রনবেশ জানা, অসীম কুমার ভৌমিক, অনুপ্রেরক শিক্ষিকা সোমা পটনায়েক, তাপসী দাস। সৃজনশীল দেশাত্ববোধক নৃত্য পরিবেশন করেন দেবশিশু ইভাশ্রীতা ভৌমিক। সকল অভিভাবকদের ও ছাত্র ছাত্রীদের আগামী দিনে সার্বিক উন্নয়নের সোপান হিসেবে শৈশব শিক্ষা অনুশীলন বিষয়ে যত্নবান হতে নিবেদন করেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ছবিলাল পাল স্নাতকোত্তর সমাজ কর্ম বিশেষজ্ঞ/অর্গানাইজার হলদিয়া মহকুমা।

No comments