Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুয়ারে সরকার জেলার ৭১৫ টি ক্যাম্প হল

দুয়ারে সরকার জেলার ৭১৫ টি ক্যাম্প হল
শুক্রবার পেয়েছে রাজ্যে নবম পর্যায়ে দুয়ারে সরকার।পূর্ব মেদিনীপুর জেলায় ৭১৫টি জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প চলছে। ২৪শে জানুয়ারি উদ্বোধনের দিন সারা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় দুয়ারে সরকা…

 


     দুয়ারে সরকার জেলার ৭১৫ টি ক্যাম্প হল


শুক্রবার পেয়েছে রাজ্যে নবম পর্যায়ে দুয়ারে সরকার।পূর্ব মেদিনীপুর জেলায় ৭১৫টি জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প চলছে। ২৪শে জানুয়ারি উদ্বোধনের দিন সারা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারের ক্যাম্পে লোকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলাশাসক পূর্ণেন্দু মাজী সহ সকল অতিরিক্ত জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন। এদিন জেলাশাসক ময়নায় দুয়ারে সরকার ক্যাম্প ভিজিট করেন। এছাড়াও অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) সৌভিক ভট্টাচার্য নন্দকুমার ও মহিষাদল ব্লক, অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) নেহা বন্দ্যোপাধ্যায় এগরা-১ব্লক এবং অতিরিক্ত জেলাশাসক(ভূমি) বৈভব চৌধুরী নন্দকুমার ব্লকে ক্যাম্প পরিদর্শন করেন। শিল্প শহর এলাকায় দুয়ারী সরকার  ক্যাম্প পরিদর্শনে যান হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা মহাকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। ২৫ শে জানুয়ারি ৪৫৬ ২৭ জানুয়ারি ৭ ৮ ৯ ২৮ জানুয়ারি ১০১৩১১-১২ ২৯ শে জানুয়ারি ১৪ ১৫ ১৬ ৩০ শে জানুয়ারি ১৭ ১৮২৩ ৩১শে জানুয়ারি ১৯ এবং ২১ ২৪ ও ২৫ এবং ১লা ফেব্রুয়ারি ২০ ২৬ ২২ ২৭২৮ এবং ২৯ এই সকল ক্যাম্পে সরকারের প্রায় দৃষ্টি পরিষেবা দেওয়ার জন্য সরকারি আধিকারিকরা বিভিন্ন ওয়ার অফিসেই ক্যাম্পের মাধ্যমে এই পরিষেবা প্রদান করবেন আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গতকাল থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন পত্রের প্রক্রিয়াকরণ সম্পূর্ণ হবে ২৮ শে ফেব্রুয়ারি এবং যারা আবেদন করবেন তাদের বেনিফিটসহ সবকিছুই ২৯ ৩০ ৩১ এবং পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত সেই সকল ক্যাম্প থেকেই পরিষেবা গুলি প্রদান করা হবে ।  ক্যাম্পে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন। লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য আবেদন জমা করার লাইন ছিল দেখার মতো।  আজ জেলাশাসক বলেন, শুক্রবার ২৪ শে জানুয়ারি প্রায় ২৩৫টি ভ্রাম্যমাণ ক্যাম্প ও ৪৮০টি জায়গায় কনভেনশনাল ক্যাম্প হয়েছিল।

No comments