Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পদ্ম সম্মান অরিজিৎ, মমতাশঙ্কর সহ ১৩ বাঙালি

পদ্ম সম্মান অরিজিৎ, মমতাশঙ্কর সহ ১৩ বাঙালি
চলতি বছরের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করল সরকার। এবার সাতজন পদ্মবিভূষণ, ১৯ জন পদ্মভূষণ ও ১১৩ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। তালিকায় রয়েছেন ১৩ জন বাঙালি। এর মধ্যে মরণোত্তর পদ্মভূষণ প…

 



পদ্ম সম্মান অরিজিৎ, মমতাশঙ্কর সহ ১৩ বাঙালি


চলতি বছরের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করল সরকার। এবার সাতজন পদ্মবিভূষণ, ১৯ জন পদ্মভূষণ ও ১১৩ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। তালিকায় রয়েছেন ১৩ জন বাঙালি। এর মধ্যে মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন প্রয়াত অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রীর প্রাক্তন আর্থিক উপদেষ্টা বিবেক দেবরায়। বাংলার ১০ জন পদ্মশ্রী সম্মান পেয়েছেন। শিল্পকলায় অরিজিৎ সিং, গোকুলচন্দ্র দাস, মমতাশঙ্কর, রণেন্দ্র মজুমদার ও তেজেন্দ্রনারায়ণ মজুমদার, সাহিত্য ও শিক্ষায় নগেন্দ্রনাথ রায়, শিল্প-বাণিজ্যে পবন গোয়েঙ্কা ও সজ্জন ভজনকা, আধ্যাত্মিকতায় কার্তিক মহারাজ এবং সমাজসেবায় বিনায়ক লোহানি। এছাড়াও তালিকায় রয়েছেন স্টেট ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য এবং ত্রিপুরার শিক্ষাবিদ অরুণোদয় সাহা। পদ্মশ্রী পাওয়ার খবর শোনার পর মমতাশঙ্করের প্রতিক্রিয়া, এটা আমার কাছে অপ্রত্যাশিত। খুব ভালো লাগছে। যাঁরা আমাকে এতটুকুও ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। শিলিগুড়ির বাসিন্দা শিক্ষক নগেন্দ্রনাথবাবুর ছেলে নরেন্দ্রনারায়ণ রায় বলেন, বাবা ৭০টির বেশি বই লিখেছেন। উনি হৃদরোগী। রাজবংশী ভাষায় গীতা, রামায়ণ প্রভৃতি অনুবাদ করেছেন। গীতা অনুবাদের জন্য তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হচ্ছে বলে খবর পেয়েছি।

পদ্মবিভূষণ প্রাপকদের মধ্যে উল্লেখযোগ্য নাম জ্ঞানপীঠ প্রাপ্ত লেখক প্রয়াত বাসুদেবন নায়ার, উদ্যোগপতি তথা সুজুকির কর্ণধার প্রয়াত ওসামু সুজুকি, ভজন গায়িকা সারদা সিনহা। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর যোশিকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হচ্ছে। অসমের নৃত্যশিল্পী যতীন গোস্বামী, প্রয়াত গজল গায়ক পঙ্কজ উধাস, এনটিআর পুত্র তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণ, তামিল অভিনেতা অজিত, পরিচালক শেখর কাপুরও পাচ্ছেন পদ্মভূষণ। তালিকায় রয়েছেন প্রয়াত রাজনীতিবিদ সুশীলকুমার মোদি ও সাধ্বী ঋতম্ভরার। রয়েছেন এমন ৩০ জন, যাঁরা দীর্ঘকাল প্রচারের আড়ালে ছিলেন। ১০০ বছরের প্রবীণ স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে দেশের প্রথম মহিলা পুতুলনাচ শিল্পীও।

No comments