হলদিয়া ভবানীপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে মোটরবাইক চেকিংশিল্প শহর হলদিয়া প্রবেশদ্বার ভবানীপুর থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন জায়গায় গাড়ির স্পিড মিটার এবং মোটরবাইক চেকিং হল সারাদিন ধরে বিভিন্ন জায়গায়। জাতীয় সড়ক ১১৬ বাড় সুন্…
হলদিয়া ভবানীপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে মোটরবাইক চেকিং
শিল্প শহর হলদিয়া প্রবেশদ্বার ভবানীপুর থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন জায়গায় গাড়ির স্পিড মিটার এবং মোটরবাইক চেকিং হল সারাদিন ধরে বিভিন্ন জায়গায়। জাতীয় সড়ক ১১৬ বাড় সুন্দরা স্কুল এর কাছে গাড়ির স্পিড মিটার চেকিং হয় তারই সাথে হলদিয়া পৌরসভার জেলখানার মোড়ে মোটর বাইক চেকিং শুরু হয় সকাল থেকে। যেসকল মোটরবাইক চালক হেলমেট পরেননি তাদের হেলমেট পরার পরামর্শ দিলেন যাদের ইন্সুরেন্স এবং পলিউশন ফেল হয়ে গেছে তাদেরকে কাগজ ঠিক করার জন্য পরামর্শ দিলেন। হেলমেট ইন্সুরেন্স এবং পলিউশন যাদের ফেল প্রায় একাধিক ব্যক্তি কেস দিলেন। বেপরোয়া গাড়ি চালক যারা ছিলেন তাদেরকেও সাবধান সতর্কে গাড়ি চালানোর বার্তা দিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হলদিয়া (এস টি জি) সাব ট্রাফিক বঙ্কিম প্রধান ।
No comments