Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলে প্রতিষ্ঠিত হলো বিবেকানন্দের জন্মদিনে মন্দির

হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলে প্রতিষ্ঠিত হলো বিবেকানন্দের জন্মদিনে মন্দিরস্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবসে হলদিয়া বিবেকানন্দ মিশন  টাউনশিপ স্কুলের পক্ষ থেকে সকাল থেকে  বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা মায়ের পূজার্চনা শুরু হয়। …




হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলে প্রতিষ্ঠিত হলো বিবেকানন্দের জন্মদিনে মন্দির

স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবসে হলদিয়া বিবেকানন্দ মিশন  টাউনশিপ স্কুলের পক্ষ থেকে সকাল থেকে  বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা মায়ের পূজার্চনা শুরু হয়। বিবেকানন্দ মিশন স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত  চন্দন গোপাল চন্দ্র মহাশয় কে স্মরণ করা হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/FBBTJxQia7g


 স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা স্কুলের শিক্ষক-শিক্ষিকা সকলেই আজ স্বামীজীর জন্মদিনে একত্রিত হয়ে স্বামীজীর জীবনী নিয়ে আলোচনা করেন। আজকের দিনে স্কুলের প্রাক্তন দের উপস্থিতি ছিল নজর কাড়া। 

বিজ্ঞাপন 


দেখতে দেখতে স্কুল প্রায় ৩১ তম বৎসরে পদার্পণ করলো । প্রতি বছরই মতো আজকের  দিনে স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য শপথ গ্রহণ করেন। হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুল । আজ স্কুল প্রাঙ্গণের মধ্যেই রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা এবং যুগাবতার স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠিত হল স্কুলের ভিতরেই মন্দিরে জানালেন স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী ।


সকল ছাত্র-ছাত্রী অভিভাবকদের নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন স্কুলের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন যত্ন সহকারে হয়। স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধ হয়েছে। তিনি বলেন গত ২০২৪- ২৫ শিক্ষাবর্ষে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক । আজ প্রাক্তন ছাত্র-ছাত্রীরা স্কুলের নতুন বিল্ডিং এবং স্কুলের পঠন-পাঠনের প্রশংসা করলেন। বিবেকানন্দের জন্মদিনে স্কুলের মধ্যে  মন্দির পেয়ে আপ্লুত হয়ে পড়লেন স্কুলের ছাত্রছাত্রীগণ।স্কুলের বহু ছাত্র-ছাত্রী এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন দেশ-বিদেশে এবং গভঃমেন্টের বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন। স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী বলেন এবছরই দ্বিতীয় বর্ষের বিদ্যালয় বাগদেবী মা সরস্বতী পূজার্চনা হবে। স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা দের নতুন বছরের শুভেচ্ছা তার সাথে পৌষ পার্বণের শুভেচ্ছা বিনিময় করলেন স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা সহ স্কুলের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী। স্কুলের ভাইস প্রিন্সিপাল দীপ্তেন্দু ভান্ডারী।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন স্কুলের পঠন পাঠন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যত্ন সহকারী করে থাকেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসেন তাদের জন্য ( বাসের)

পরিবহনের বন্দোবস্ত  রাখা হয়েছে। এই স্কুলের দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে নতুন বছরের শুরুতে স্কুলে ভর্তির পর্ব শুরু হয়েছে আজকের দিনে স্বামী বিবেকানন্দের জীবন আদর্শের কথা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলেন এবং বিবেকানন্দের উল্লিখিত পথে চলার বার্তা দিলেন।





No comments