পৌরসভার ওয়ার্ড সহায়ক দেবপ্রসাদ মাইতি বিদায় সম্বর্ধনা সভাপূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড দেবপ্রসাদ মাইতি গত ৩১শে ডিসেম্বর ২০২৪ কর্মক্ষেত্র থেকে বিদায় নিয়েছিলেন। অন্যান্য ওয়ার্ডের ওয়ার্ড সহায…
পৌরসভার ওয়ার্ড সহায়ক দেবপ্রসাদ মাইতি বিদায় সম্বর্ধনা সভা
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড দেবপ্রসাদ মাইতি গত ৩১শে ডিসেম্বর ২০২৪ কর্মক্ষেত্র থেকে বিদায় নিয়েছিলেন। অন্যান্য ওয়ার্ডের ওয়ার্ড সহায়কদের উদ্যোগে আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সুন্দরী হলদিয়া বালুঘাটা সানসেট ভিউ পয়েন্টে। জানান ২৬ নম্বর ওয়ার্ডের সহায়ক চন্দন গিরি। তিনি বলেন ১- ২৯ টি নম্বর ওয়ার্ড রয়েছে হলদিয়া পৌরসভায়। সেই সকল ওয়ার্ডের সমস্ত সহায়ক গন উপস্থিত আছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/tzmLVZQnR2Y
দেবপ্রসাদ মাইতি তিনি বলেন বয়স হলেই সকলকেই কর্মক্ষেত্র থেকে বিদায় নিতে হবে। সেই অনুযায়ী গত ৩১ শে ডিসেম্বর ২০২৪ হলদিয়া পৌরসভা ২৫ নম্বর ওয়ার্ড থেকে বিদায় নিয়েছি আজ ১- ২৯ নম্বর ওয়ার্ড সমস্ত সহায়কগন উপস্থিত থেকে উষ্ণ অভ্যর্থনায় বিদায় অনুষ্ঠান করেন সে জন্য আমি এদের কাছে চির কৃতজ্ঞ। আমি সকল ওয়ার্ডে সহায়ক গনের সঙ্গে যেমন ছিলাম আগামীদিনে থাকবো এই অঙ্গীকার করছি। আজকের এই বিদায় সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার পৌর কর্মী চন্দন বেরা এবং সেখ জুনাজো রহমান ও হলদিয়া পৌরসভার ২৯টি ওয়ার্ডর সকল সহায়কগণ। তাদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে ২৫ নম্বর ওয়ার্ডের দেবপ্রসাদ মাইতি কে বিদায় জানান।
No comments