হলদিয়াএখন মিনি ভারত ২১তম বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবের সেজে উঠেছে কলেজ ক্যাম্পাস
শিল্প ও শিক্ষার প্রসারের সাথে সাহিত্য সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব একটি অন্যতম। প্রয়াত কবি সাহিত্যিক প্রাব…
হলদিয়াএখন মিনি ভারত ২১তম বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবের সেজে উঠেছে কলেজ ক্যাম্পাস
শিল্প ও শিক্ষার প্রসারের সাথে সাহিত্য সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব একটি অন্যতম। প্রয়াত কবি সাহিত্যিক প্রাবন্ধিক রাজনৈতিক ব্যক্তিত্ব পৌর প্রশাসক এবং সাপ্তাহিক আপনজন পত্রিকার সম্পাদিকা তমালিকা পণ্ডা শেঠের উদ্যোগেই শুরু হয়েছিল বিশ্ববাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব। যার প্রধান পৃষ্ঠপোষক ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ।
প্রয়াত কবি তমালিকা পণ্ডা শেঠ স্মৃতি বিজড়িত বিশ্ববাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার বিশিষ্ট কবি প্রখ্যাত সাহিত্যিকদের আন্তরিক ভালবাসা এবং তাদের উপস্থিতিতেও বাংলা ও বহিঃ বাংলার কবি সাহিত্যিকদের উপস্থিতিতে হলদিয়া বিশ্ববাংলা সাহিত্য সংস্কৃতির উৎসব সেজে উঠতো প্রতিবছর।
বিজ্ঞাপন
উপস্থিত থাকবেন সুদূর আমেরিকা থেকে সাহিত্যিক, হলদিয়াতে সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে হলদিয়া আই কেয়ার এবং সংবাদ সাপ্তাহিক আপনজন পত্রিকার উদ্যোগে। রাত কাটলেই ১৭ থেকে ১৯শে জানুয়ারি বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে হলদিয়া হেলথ সায়েন্স কলেজ ক্যাম্পাস ।
বিজ্ঞাপন
সাহিত্য সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব একটি অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিবছর অনুষ্ঠানে শত শত কবি সাহিত্যিকদের বাচিক শিল্পীদের উপস্থিতিতে সারা বছরের প্রস্তুতি নিয়ে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়ে থাকেন। সাহিত্য ভান্ডার কে পরিপূর্ণ করার জন্য বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব হলদিয়া এক্ষেত্রে তার ভূমিকা পালন করে চলেছে সাধ্যমত। সংবাদ সাপ্তাহিক আপনজন এবং আই কেয়ার মিলিত উদ্যোগে দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে এমন আয়োজন করে চলেছেন। সামাজিক অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়ে প্রকৃতির ও পরিবেশের প্রতি মানুষের যে দায়বদ্ধ তার অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়ে মানুষের মনের অন্তরে উন্নত মনের বিকাশের জন্য একমাত্র সাহিত্য সংস্কৃতির চর্চা বৃদ্ধির মধ্য দিয়ে সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে সচল রেখেছেন। সুস্থ-সংস্কৃত চর্চার ক্ষেত্রে ১৭ থেকে ১৯শে জানুয়ারি হলদিয়া মিনি ভারত বসবে। ১৭ ই জানুয়ারি বর্ণাঢ্য এই উৎসবের উদ্বোধনীর পর্বে প্রয়াত কবি সংগঠক বিধায়ক পৌর প্রশাসক তমালিকা পন্ডা শেঠ নামাঙ্কিত স্পেশাল ইন্ডিয়ান পোস্টাল কভার প্রকাশিত হবে যার উদ্বোধন করবেন ঋজু গাঙ্গুলী পোস্টমাস্টার জেনারেল । এই উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক দিনই থাকছে বিভিন্ন আলোচনা সভা ১৭ই জানুয়ারি তমালিকা পণ্ডাশেঠ স্মারক বক্তৃতা বিষয় রবীন্দ্রনাথ ও কাদম্বরী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রী রঞ্জন বন্দোপাধ্যায় সাহিত্যিক ও প্রাবন্ধিক। ১৮ই জানুয়ারি বিষয়ে আই কেয়ার পশ্চিমবঙ্গ শিক্ষা ক্ষেত্রে তার অবদান বক্তা আই কেয়ারের চেয়ারম্যান এবং সম্পাদক যথা ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ ও আশীষ লাহিড়ী। ১৯শে জানুয়ারি ভারতীয় সংবিধানে সংরক্ষণ নীতি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জহর সরকার প্রাক্তন সাংসদ ও প্রাক্তন সিইও প্রসার ভারতী এবং ডাঃ কুনাল সরকার সঞ্চালনা করবেন ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ প্রাক্তন সাংসদ এবং সাহিত্য ও সংস্কৃত উৎসবে প্রধান পৃষ্ঠপোষক। এছাড়াও প্রত্যেকদিন থাকছে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। জানালেন সাপ্তাহিক আপনজন পত্রিকার সহ-সম্পাদক আসিস মিশ্র।
No comments