Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাতিবেড়্যা নিউ স্টার ক্লাব ১৪ তম বর্ষে লক্ষ্মী পূজা

হাতিবেড়্যা নিউ স্টার ক্লাব ১৪ তম বর্ষে লক্ষ্মী পূজা
হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড নিউ স্টার ক্লাবের উদ্যোগে ১৪ তম বর্ষে সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজার উদ্বোধন হয়। লক্ষ্মীপূজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে সা…




হাতিবেড়্যা নিউ স্টার ক্লাব ১৪ তম বর্ষে লক্ষ্মী পূজা


হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড নিউ স্টার ক্লাবের উদ্যোগে ১৪ তম বর্ষে সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজার উদ্বোধন হয়। লক্ষ্মীপূজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে সাথে হলদিয়া শিল্প শহরে দূষণ রোধ করতে চারা গাছের  এবং প্লাস্টিক ব্যবহারে বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ১৬ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মা লক্ষ্মী পূজার মন্ডপ উদঘাটন এবং  মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/G4ahmBMlHd8


 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পদ কর সম্পাদক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া বিজ্ঞান কেন্দ্র, শশাঙ্ক আদক প্রধান শিক্ষক তেঁতুল বেড়িয়া প্রাথমিক বিদ্যালয়, জিতেন্দ্র চৌধুরী আমূল কোম্পানির সেলস ম্যানেজার , সন্দীপ পাত্র হাতিবেড়্যা ইউনিট অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান কেন্দ্র পঃবঃ বিজ্ঞান মঞ্চ সম্পাদক, উপস্থিত ছিলেন হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন  শ্রেয়সী আদক, আনন্দ ধারা বয়িছে ভূবনে .....সৃজীতা সামন্ত - মোর ভাবনারে কি হাওয়ায় ...সভায় সভাপতিত্ব করেন শিক্ষক শশাঙ্ক আদক সঞ্চালনা করেন সন্দীপ পাত্র উপস্থিত অতিথিদের চন্দন ব্যাচ উত্তরীয় এবং একটি করে গোলাপ ফুলের চারা দিয়ে সকলকে বরণ করে নেয় তনুশ্রী আদক এবং অনুশ্রী আদক। পুজো মণ্ডপের উদ্বোধনের আলাদা মাত্রা পায় এলাকাদের মায়েদের উপস্থিতি ওই এলাকার বয়স্ক মায়েরাই মা লক্ষ্মীর আরাধনায় যারা নেতে ছিলেন তাদের দ্বারাই ফিতে কেটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মন্ডপের উদ্বোধন হয়। সূত্রে জানা যায় ক্লাবের সকল সদস্যরা আগামী দিনে দুঃস্থ অসহায় মানুষ যারা শিতের কষ্ট পাচ্ছেন । সেই সকল মানুষদের হাতে গরমের পোশাক তুলে দেবেন।


No comments