পুর নাগরিকদের সমস্যার কথা জানাতে, অ্যাপ চালু করছে হলদিয়া পৌরসভা!
বাতাসের গুনগত মান জানতে পরিবেশ অ্যাপ চালু করেছে হলদিয়া পুরসভা । একই অ্যাপে পুর-নাগরিকরা তাদের এলাকার অন্যান্য সমস্যার কথাও জানাতে পারবেন । গুগল প্লে স্টোরে গিয়ে …
পুর নাগরিকদের সমস্যার কথা জানাতে, অ্যাপ চালু করছে হলদিয়া পৌরসভা!
বাতাসের গুনগত মান জানতে পরিবেশ অ্যাপ চালু করেছে হলদিয়া পুরসভা । একই অ্যাপে পুর-নাগরিকরা তাদের এলাকার অন্যান্য সমস্যার কথাও জানাতে পারবেন । গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করা যাবে পরিবেশ অ্যাপ । এই মাধ্যমে নাগরিকদের সমস্যার বিষয়টি অ্যাপ এডমিন হিসেবে জানতে পারবেন পুর-প্রশাসক, তথা হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় । সমস্যা জেনে তিনি সংশ্লিষ্ট দপ্তরকে সমাধানের জন্য অবগত করবেন । এ বিষয়ে সুপ্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন," আমরা পুর-নাগরিকদের যতটা সম্ভব পরিষেবা দিতে চাই । সেজন্য আমাদের পুর-কর্মী, আধিকারিক, ইঞ্জিনিয়ারদের প্রচেষ্টা রয়েছে । নাগরিক সমস্যা সহজে জানার উদ্দেশ্যে চালু করা হয়েছে পরিবেশ অ্যাপ । পরিবেশের ভালো মন্দ নানা বিষয় জানতে এবং জানাতে পারা যাবে এই অ্যাপের মাধ্যমে ।"
No comments