Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুর নাগরিকদের সমস্যার কথা জানাতে, অ্যাপ চালু করছে হলদিয়া পৌরসভা!

পুর নাগরিকদের সমস্যার কথা জানাতে, অ্যাপ চালু করছে হলদিয়া পৌরসভা!
 বাতাসের গুনগত মান জানতে পরিবেশ অ্যাপ চালু করেছে হলদিয়া পুরসভা । একই অ্যাপে পুর-নাগরিকরা তাদের এলাকার অন্যান্য সমস্যার কথাও জানাতে পারবেন । গুগল প্লে স্টোরে গিয়ে …

 

পুর নাগরিকদের সমস্যার কথা জানাতে, অ্যাপ চালু করছে হলদিয়া পৌরসভা!


 বাতাসের গুনগত মান জানতে পরিবেশ অ্যাপ চালু করেছে হলদিয়া পুরসভা । একই অ্যাপে পুর-নাগরিকরা তাদের এলাকার অন্যান্য সমস্যার কথাও জানাতে পারবেন । গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করা যাবে পরিবেশ অ্যাপ । এই মাধ্যমে নাগরিকদের সমস্যার বিষয়টি অ্যাপ এডমিন হিসেবে জানতে পারবেন পুর-প্রশাসক, তথা হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় । সমস্যা জেনে তিনি সংশ্লিষ্ট দপ্তরকে সমাধানের জন্য অবগত করবেন । এ বিষয়ে সুপ্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন," আমরা পুর-নাগরিকদের যতটা সম্ভব পরিষেবা দিতে চাই । সেজন্য আমাদের পুর-কর্মী, আধিকারিক, ইঞ্জিনিয়ারদের প্রচেষ্টা রয়েছে । নাগরিক সমস্যা সহজে জানার উদ্দেশ্যে চালু করা হয়েছে পরিবেশ অ্যাপ । পরিবেশের ভালো মন্দ নানা বিষয় জানতে এবং জানাতে পারা যাবে এই অ্যাপের মাধ্যমে ।"

No comments