হলদিয়া দমকল দপ্তরে নয়া উদ্যোগ পথ দেখাবে রাজ্যকে- জেলাশাসক নতুন ফায়ার লাইসেন্স এবং ফায়ার লাইসেন্সের নবীকরণের কাজ সহজ করে দিয়েছে রাজ্য দমকল দফতর । স্ব-শংসাপত্র জমা দিলেই নতুন ফায়ার লাইসেন্স কিংবা নবীকরণের কাজ হয়ে যাবে । স্ব-…
হলদিয়া দমকল দপ্তরে নয়া উদ্যোগ পথ দেখাবে রাজ্যকে- জেলাশাসক
নতুন ফায়ার লাইসেন্স এবং ফায়ার লাইসেন্সের নবীকরণের কাজ সহজ করে দিয়েছে রাজ্য দমকল দফতর । স্ব-শংসাপত্র জমা দিলেই নতুন ফায়ার লাইসেন্স কিংবা নবীকরণের কাজ হয়ে যাবে । স্ব-শংসাপত্র তৈরি করতে দমকল দফতরের নির্দিষ্ট বয়ান রয়েছে । দমকল দফতরের সঙ্গে যোগাযোগ করলে তা পাওয়া যাবে । এই বিষয়ে জনসচেতনতার উদ্দেশ্যে সেমিনার অনুষ্ঠিত হলো হলদিয়া পুরসভার প্রেস কর্ণারে । জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি,হলদিয়া মহকুমা শাসক, তথা হলদিয়া পুর-প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা উপস্থিত ছিলেন এই সেমিনারে । ফায়ার লাইসেন্স সহজে পেতে রাজ্য দমকল বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেছেন জেলা শাসক । তিনি আরো বলেন,"সামনে দুয়ারে সরকার কর্মসূচিতে হলদিয়া ফায়ার স্টেশনের এই বিষয়টি যুক্ত করা হচ্ছে । কোন দালাল চক্রের খপ্পরে পড়বেন না । খুব সহজে সরকারি এই পরিষেবা গ্রহণ করুন ।" এ বিষয়ে হলদিয়া ফায়ার স্টেশনের ওসি তারকেশ রঞ্জন সিনহা জানিয়েছেন,"দমকলের সার্টিফিকেট দেওয়ার নামে অনেকে মানুষকে হতে হয় সভ্য শান্ত । আমরা সেলফ সার্টিফিকেট পদ্ধতিতে ফায়ার লাইসেন্স এবং নবীকরণের সুবিধা দিচ্ছি । দমকলের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেতে আর কোন সমস্যা হবে না ।" অনলাইন সিস্টেমে এই সুবিধা পেতে পারেন বিভিন্ন ব্যবসায়ী,দোকানদার, হাসপাতাল, ল্যাবরেটরি, স্কুল, কলেজ, হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি । কোথাও বুঝতে অসুবিধা হলে হলদিয়া ফায়ার স্টেশনে যোগাযোগ করতে পারেন মানুষজন । রাজ্যে প্রথম এই সুবিধা হলদিয়া থেকেই চালু হয়েছে । এই সার্টিফিকেট পেয়ে খুশি জানালেন দুর্গাচক শ্রীকৃষ্ণ সুইটসের কর্ণধার সিদ্ধেশ্বর রাউত। তিনি বলেন এই উদ্যোগ খুবই ভালো লেগেছে।
No comments