৯১ কোটি বিনিয়োগে দুটি প্ল্যান পেট্রো কার্বনের শুনানি রাত কাটলেইপেট্রো কার্বন অ্যাণ্ড কেমিক্যাল লিমিটেডের হাত ধরে নতুন বিনিয়োগ ঘটতে চলেছে হলদিয়া শিল্প তালুকে । গড়ে তোলা হচ্ছে "ইলেকট্রিক্যালি ক্যালসাইণ্ড অ্যানথ্রাসাইট প্ল…
৯১ কোটি বিনিয়োগে দুটি প্ল্যান পেট্রো কার্বনের শুনানি রাত কাটলেই
পেট্রো কার্বন অ্যাণ্ড কেমিক্যাল লিমিটেডের হাত ধরে নতুন বিনিয়োগ ঘটতে চলেছে হলদিয়া শিল্প তালুকে । গড়ে তোলা হচ্ছে "ইলেকট্রিক্যালি ক্যালসাইণ্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট" এবং "কোলতার ডিসটিলেশন প্ল্যান্ট" । ১৫ একর জায়গা জুড়ে ৯১ কোটি টাকা বিনিয়োগে নতুন দুটি প্ল্যান্ট গড়া হচ্ছে হলদিয়া শিল্প তালুকের বাড়ধান্যঘাটা মৌজায় । রাজ্যে প্রথম এমন কারখানা গড়ে উঠছে । খুশির হাওয়া শিল্প মহলে ।
হলদিয়ায় তিন দশকের বেশি সময় ধরে কাঁচা পেট্রোলিয়াম কোক থেকে বছরে ৯৩ হাজার,৭৪৪ টন ক্যালসিনেট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট রয়েছে এই শিল্প সংস্থার । এবার তারই পাশে নতুন শিল্প স্থাপনের উদ্যোগ চূড়ান্ত পর্বে । ইলেকট্রিক্যালি ক্যালসাইণ্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট বছরে ৭২ হাজার টন অ্যানথ্রাসাইট উৎপাদন করতে পারবে । যা দেশ বিদেশের স্টিল এবং অ্যালুমিনিয়াম কারখানায় গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে । অন্যদিকে কোলতার ডিসটিলেশন প্ল্যান্ট বছরে ৬০ হাজার টন উন্নত মানের কোলতার উৎপন্ন করবে । দুটি কারখানাই "জিরো ডিসচার্জ প্ল্যান্ট"হিসেবে কাজ করবে বলে জানা গিয়েছে । সংস্থার সিনিয়র জেনারেল ম্যানেজার কৌস্তব মুখোপাধ্যায় জানিয়েছেন,"দীর্ঘদিন ধরে ইলেকট্রিক্যালি ক্যালসাইণ্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট এবং কোলতার ডিসটিলেশন প্লান্ট তৈরির পরিকল্পনা চলছিল । হলদিয়াতে আমদানি রপ্তানির ক্ষেত্রে বন্দর রয়েছে । রয়েছে রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা । প্রয়োজনীয় জল এবং বিদ্যুৎ পাওয়ার সমস্যা নেই এখানে । সমস্ত কিছু পর্যালোচনা করে আমরা হলদিয়াতেই ৯১ কোটি টাকার খরচে এমন দুটি নতুন প্ল্যান্ট গড়বার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি ।" হলদিয়া রিফাইনারির কাছাকাছি বাড়ধান্যঘাটা মৌজায় শিল্প সংস্থার প্রয়োজনীয় জমি আগে থেকেই কেনা রয়েছে । ফলে নতুন করে জমি অধিগ্রহণের প্রশ্নই আসছে না । দেশের বিভিন্ন স্টিল প্ল্যান্ট এবং অ্যালুমিনিয়াম প্ল্যান্টে অ্যানথ্রাসাইট সরবরাহের পাশাপাশি আমেরিকা,অস্ট্রেলিয়া, রাশিয়া, জার্মানি, জাপান বিভিন্ন দেশে শিল্প সংস্থাটির হলদিয়া থেকে উৎপাদন রপ্তানির পরিকল্পনা রয়েছে । জানা গিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৪০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কারখানা দুটিতে । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেড় বছরের মধ্যে শেষ হবে কারখানার নির্মাণ কাজ । ২০২৬ সালের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে দুটি কারখানা থেকে উৎপাদন শুরুর করবার টার্গেট রয়েছে । দীর্ঘ কয়েক বছর পর হলদিয়ায় নতুন বিনিয়োগে খুশি হাওয়া শিল্পাঞ্চলে ।
No comments