ভবানীপুর থানার অন্তর্গত জাতীয় সড়কে পথ দুর্ঘ*টনায় জ*খম ১শিল্পশহর হলদিয়া ব্রজলাল চক সান্নিকটে দোকান গড়া বাস স্ট্যান্ডের নিকট ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন এক ব্যাক্তি। হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্বীপা অঞ্চল সংলগ্…
ভবানীপুর থানার অন্তর্গত জাতীয় সড়কে পথ দুর্ঘ*টনায় জ*খম ১
শিল্পশহর হলদিয়া ব্রজলাল চক সান্নিকটে দোকান গড়া বাস স্ট্যান্ডের নিকট ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন এক ব্যাক্তি। হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্বীপা অঞ্চল সংলগ্ন দোকান গড়ার কাছে হলদিয়া থেকে মেচেদা গামী একটি চার চাকার প্রাইভেট গাড়ি যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচালক একজনকে ধাক্কা মারে গুরুতর জখম হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/2x0IwyHdaoI
আহত ব্যক্তির নাম শেখ সানোয়ার আলী বয়স ২৪ রাজনগর কুমারপুর।এলাকার মানুষ আহত ব্যক্তিকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িকে আটক করেছে এলাকার মানুষ । কিছু সময় যানজটের সৃষ্টি হয় তৎক্ষণাৎ ভবানীপুর থানার পুলিশ পৌঁছে যানজট মুক্ত করে। ঘাতক গাড়ির ড্রাইভারকে ভবানীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।
No comments