Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শহিদ বেদিতে মমতার ছবিতে ফুল-মালা, কটাক্ষে বিদ্ধ তৃণমূল

শহিদ বেদিতে মমতার ছবিতে ফুল-মালা, কটাক্ষে বিদ্ধ তৃণমূল
জীবিত মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শহিদ বেদিতে বসিয়ে তাতে ফুল-মালা দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের হলদিয়া ও সূতাহাটা নেতৃত্বের একাংশ। তা নিয়ে সমালোচনা এব…

 


  শহিদ বেদিতে মমতার ছবিতে ফুল-মালা, কটাক্ষে বিদ্ধ তৃণমূল


জীবিত মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শহিদ বেদিতে বসিয়ে তাতে ফুল-মালা দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের হলদিয়া ও সূতাহাটা নেতৃত্বের একাংশ। তা নিয়ে সমালোচনা এবং বন্যা বয়ে যায় সমাজমাধ্যমে। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপিও।

ঘটনা নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। যদিও যথাসম্ভব পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি বলেন, "দলীয় ভাবে খোঁজখবর নিয়ে তবেই বলতে পারব। তবে বিজেপির উচিত আমাদের দলের ত্রুটি না দেখে অনুপ্রবেশ ঠেকাতে রাজ্যের সীমান্তে নজরদারির ব্যবস্থা করা।" বিজেপির তরফে বৃহস্পতিবার সমাজ মাধ্যমে দু'টি ছবি পোস্ট করে (এর সত্যতা হলদিয়া বন্দর পত্রিকা যাচাই করেনি) তলায় লেখা হয়েছে-'২০২৫ সালের নতুন চমক! মুখ্যমন্ত্রী জীবিত থাকা সত্ত্বেও মৃত বানিয়ে দিল তৃণমূল নেতারা!'

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার অন্যতম সহ-সভাপতি আনন্দময় অধিকারী বলেন, "অশিক্ষিতদের আচরণ এটা। শহিদ বেদিতে কাকে রাখতে হয় আর কার পায়ে ফুল দিতে হয়, সেটাই জানে না।  তারা তৃণমূল করে।" বুধবার তৃণমূলের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় দলের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। তার মধ্যে হলদিয়া শহর এবং সুতাহাটা ব্লকের উর্ধবমাল গ্রামে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।

বিজেপির পোস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছে, তৃণমূলের পতাকার নিচে শহিদ বেদিতে রাখা হয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেখানে ফুল দিয়ে প্রণাম করছেন তৃণমূল নেতা তথা সুতাহাটা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কৃষ্ণেন্দু পাত্র। অন্য ছবিতে দেখা গিয়েছে, হলদিয়া শহর তৃণমূলের সভাপতি মিলন মণ্ডল দলীয় পতাকার তলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। সেখানেই রয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই দু'টি ছবিতেও ফুল দিচ্ছেন শাসক দলের নেতারা।

No comments