২৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিটি সেন্টার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু কার্যালয়ে১লা জানুয়ারি ২০২৫ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিটি সেন্টার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু কার্যালয়ে তমলুক সাংগঠনিক জেলা সংখ্য…
২৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিটি সেন্টার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু কার্যালয়ে
১লা জানুয়ারি ২০২৫ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিটি সেন্টার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু কার্যালয়ে তমলুক সাংগঠনিক জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ আরিফ হোসেন মহাশয়ের নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
👉🏻 দলের প্রবীণ নেতৃত্বদের সম্বর্ধনা জ্ঞাপন।
👉🏻 বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন।
👉🏻 বিশিষ্ট সমাজসেবীদের সম্বর্ধনা জ্ঞাপন।
👉🏻 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার ও খাতা বিতরণ সহ গিফট প্রদান।
👉🏻 এলাকার দুঃস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ।
👉🏻 পরিশেষে পথচারী মানুষদের মিষ্টি বিতরণ।
উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আনোয়ার পাশা মহাশয়
সহ উপস্থিত ছিলেন - হরবিন্দর সিং (সহ সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা তৃণমুল কংগ্রেস সংখ্যালঘু সেল)
অরুণ করন (বিশিষ্ঠ শিক্ষক) প্রণবানন্দ মন্ডল(বিশিষ্ট শিক্ষক)
দীপক গিরি (বিশিষ্ঠ চিকিৎসক)
শিখা মাইতি ( বিশিষ্ঠ শিক্ষকা)
পম্পা দেবনাথ (মহিলা নেত্রী)
পুলক দেবনাথ (বিশিষ্ঠ শিক্ষক)এছাড়াও উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতৃত্ব শেখ আলতাফর বাবু, বৃহস্পতি দেবনাথ,যুব নেতৃত্ব আকাশ প্রামানিক, জেলা নেতৃত্ব আরিফ খান, নেসার আহমেদ,আব্দুল মালেক সহ বিভিন্ন নেতৃত্ব বর্গগণ।
No comments