শ্রমিকদের মনের কথা জানতে চায় পে আড্ডা বৈঠক ব্যবস্থা করলেন বিএমএসহলদিয়া শ্রমিকরা কেমন রয়েছে? যদিও শাসক দলের শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কারখানায় বিভিন্ন সময় চলে বিক্ষোভ বেতন বৃদ্ধির জন্য । বিভিন্ন সমস্যা সমাধানের জন্য শা…
শ্রমিকদের মনের কথা জানতে চায় পে আড্ডা বৈঠক ব্যবস্থা করলেন বিএমএস
হলদিয়া শ্রমিকরা কেমন রয়েছে? যদিও শাসক দলের শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কারখানায় বিভিন্ন সময় চলে বিক্ষোভ বেতন বৃদ্ধির জন্য । বিভিন্ন সমস্যা সমাধানের জন্য শাসক দল বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে থাকেন। হলদিয়াতে শাসক বিরোধী বিধায়ক এবং সাংসদ নির্বাচিত হয়েছেন বারবার। হলদিয়া পৌরসভা দীর্ঘদিন নির্বাচন হয়নি। এখন বর্তমানে পৌর প্রশাসক নিয়োগ হয়েছে। কেমন রয়েছে শ্রমিকগণ ? শ্রমিকদের মনের কথা জানার জন্য। শ্রমিকদের সঙ্গে সরাসরি চায়ে পে আড্ডায় উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক শুভেন্দু অধিকারী এছাড়াও উপস্থিত থাকবেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী সকল শ্রমিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ভারতীয় মজদুর সংঘ জেলা সম্পাদক চন্দন প্রামাণিক। তিনি বলেন কেমন রয়েছে শ্রমিক ভাইয়েরা, তাদের খোঁজখবর নেওয়ার জন্যই এখন নিয়মিত চায় পে আড্ডা চলবে। আগামী ৮ই জানুয়ারি বুধবার হলদিয়া টাউনশিপ ভারতীয় মজদুর সংঘ অফিসেই বিকাল ৫ টায় চলবে চায় পে আড্ডা। বৈঠকী আড্ডায় সকল শ্রমিকদের উপস্থিতি হওয়ার জন্য আহ্বান জানালেন জেলা সম্পাদক চন্দন প্রামানিক।
No comments