কিক বক্সিংয়ে পূর্ব মেদিনীপুর পেল দশটি সোনার পদকশিক্ষা থেকে সংস্কৃতি সবেতেই এগিয়ে পূর্ব মেদিনীপুর। এবার রাজ্য কিক বক্সিং প্রতিযোগিতায় এই জেলার ঝুলিতে উঠল দশটি সোনার পদক। পশ্চিমবঙ্গ স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতি…
কিক বক্সিংয়ে পূর্ব মেদিনীপুর পেল দশটি সোনার পদক
শিক্ষা থেকে সংস্কৃতি সবেতেই এগিয়ে পূর্ব মেদিনীপুর। এবার রাজ্য কিক বক্সিং প্রতিযোগিতায় এই জেলার ঝুলিতে উঠল দশটি সোনার পদক। পশ্চিমবঙ্গ স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় একাধিক স্কুলকলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়। আর তাতেই বড়সড় সাফল্য পায় পূর্ব মেদিনীপুর জেলা। এই খবরে জেলা জুড়ে খুশির হাওয়া। উল্লেখ্য, গত তিনদিন শিলিগুড়িতে বসে রাজ্য কিক বক্সিং প্রতিযোগিতার আসর। সেখানে রাজ্যের বিভিন্ন জেলার স্কুলকলেজ থেকে প্রায় ৯০০ জন এই প্রতিযোগিতায় অংশ নেয়। পূর্ব মেদিনীপুরের ছিল ১২ প্রতিযোগী। অসাধারণ কীর্তি দেখিয়ে জেলার নাম উজ্জ্বল করে তারা। সেখানে সোনা জয় করে আটজন। কেউ কেউ আবার দুটি ইভেন্টে স্বর্ণপদক পায়। লাইট কন্ট্যাক্ট এবং পয়েন্ট ফাইট এই দুটি ইভেন্টে অংশ নেয় প্রতিযোগীরা। মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ের শুভ্রাশ্রী চক্রবর্তী ও স্নেহশ্রী চক্রবর্তী, হলদিয়ার নারায়ণা স্কুলের মিনহাজ আহমেদ, শ্রুতি স্কুল অফ দা ডিফের প্রান্তিক চক্রবর্তী দুটি করে ইভেন্টে অংশ নিয়ে দুটিতেই স্বর্ণপদক পায়। এছাড়াও কেশবপুর জালপাই হাই স্কুলের অর্ণব খাড়া, এপেক্স আকাদেমির আফিয়া খান, মহিষাদল রাজ হাই স্কুলের তৌফিক খান একটি স্বর্ণপদক ও একটি রৌপ্যপদক জয় করে। এছাড়াও চকদ্বীপা হাই স্কুলের নবম শ্রেণির অমৃতা বিষয়ী একটি স্বর্ণপদক ও মহিষাদল রাজ কলেজের প্রতনু দাস একটি রৌপ্যপদক জয় করেন। সব মিলিয়ে জেলায় আসে মোট দশটি স্বর্ণপদক, পাঁচটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক। শিলিগুড়ির অলিভিয়া স্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রিং রেফারি ছিলেন জেলার স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিধান জানা। তিনি বলেন, 'জেলার ছাত্রছাত্রীদের এমন সাফল্যে আমরা গর্বিত। আগামী দিনে এরা সকলেই জাতীয় স্তরে বিহারে খেলতে যাবে।'
No comments