"আত্মবলিদানের আর এক নাম নন্দীগ্রাম" তোমার নাম আমার নাম ভুলতে পারিনা নন্দীগ্রাম! বিপ্লবের ইতিহাসে নতুন দিগন্ত তৈরি হয়েছিল সেই নন্দীগ্রাম।আজ ৭ই জানুয়ারি শহীদ তর্পণ দিবসে সোনাচূড়া ভাঙাবেড়্যায় (কমলা বাজার) ১০ নং সোনাচ…
"আত্মবলিদানের আর এক নাম নন্দীগ্রাম"
তোমার নাম আমার নাম ভুলতে পারিনা নন্দীগ্রাম! বিপ্লবের ইতিহাসে নতুন দিগন্ত তৈরি হয়েছিল সেই নন্দীগ্রাম।
আজ ৭ই জানুয়ারি শহীদ তর্পণ দিবসে সোনাচূড়া ভাঙাবেড়্যায় (কমলা বাজার) ১০ নং সোনাচূড়া অঞ্চল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আয়োজনে অমর শহীদ ভরত মন্ডল,সেখ সেলিম ও বিশ্বজিৎ মাইতির ১৮ তম শহীদ স্মরণ সভায় উপস্থিত তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সেক আজগর আলী (পল্টু), রয়েছেন অন্যান্য নেতৃত্ববৃন্দ
No comments