Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খো-খো'তে চ্যাম্পিয়ন পূর্ব

খো-খো'তে চ্যাম্পিয়ন পূর্ব
 দক্ষিণবঙ্গ জোন জুনিয়র খো-খো চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুর বালক এবং বালিকা দল। রবিবার বাঁকুড়ার সিহাস খো-খো অ্যাকাডেমি মাঠে ওই খেলা হয়। চূড়ান্ত পর্বে পূর্ব মেদিনীপুর জেলা বালিকা খো-খো দল ১ ইনিংস ৩ পয়েন্টে…

 



খো-খো'তে চ্যাম্পিয়ন পূর্ব


 দক্ষিণবঙ্গ জোন জুনিয়র খো-খো চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুর বালক এবং বালিকা দল। রবিবার বাঁকুড়ার সিহাস খো-খো অ্যাকাডেমি মাঠে ওই খেলা হয়। চূড়ান্ত পর্বে পূর্ব মেদিনীপুর জেলা বালিকা খো-খো দল ১ ইনিংস ৩ পয়েন্টে পশ্চিম বর্ধমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খো-খো চ্যাম্পিয়ন বালিকা দলের কোচ মনীষা দাস জানিয়েছেন, "আমার দলের মেয়েরা যথেষ্ট খেটেছে। প্রত্যেকেই সমন্বয়ে বজায় রেখে সেরা দক্ষতা তুলে ধরেছে। সেজন্য আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।” অন্যদিকে, ১ ইনিংস ৯ পয়েন্টে বাঁকুড়ার বালক খো-খো দলকে হারায় পূর্ব মেদিনীপুর জেলা বালক খো-খো দল। পূর্ব মেদিনীপুর জেলা খো-খো বালক দলের কোচ প্রিয়জিৎ সামন্ত জানিয়েছেন, "আমাদের প্রত্যেকটি প্লেয়ার দীর্ঘদিন কঠিন অনুশীলনের মাধ্যমে নিজেদের তৈরি করেছেন।” ১৩, ১৪, ১৫ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনার বুড়ুল গার্লস হাই স্কুল মাঠে হবে খো-খো স্টেট চ্যাম্পিয়নশিপ।

No comments