মকর সংক্রান্তিতে প্রশাসনিক উদ্যোগে পুণ্যার্থীদের গঙ্গাসাগর যাত্রা শুরু হলো
মকর সংক্রান্তিতে প্রশাসনিক উদ্যোগে পুণ্যার্থীদের গঙ্গাসাগর যাত্রা শুরু হলো সুতাহাটা ব্লক এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া হুগলি নদীর কুকড়াহাটি ফেরিঘাট থেকে ।…
মকর সংক্রান্তিতে প্রশাসনিক উদ্যোগে পুণ্যার্থীদের গঙ্গাসাগর যাত্রা শুরু হলো
মকর সংক্রান্তিতে প্রশাসনিক উদ্যোগে পুণ্যার্থীদের গঙ্গাসাগর যাত্রা শুরু হলো সুতাহাটা ব্লক এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া হুগলি নদীর কুকড়াহাটি ফেরিঘাট থেকে । সোমবার হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, সুতাহাটা থানার ওসি সৌমিত্র ঘোষ, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র, স্থানীয় জেলা পরিষদ সদস্য অভিষেক দাস, কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা দাস ভূঁইয়া বিভিন্ন প্রশাসনিক কর্তার উপস্থিতিতে পুণ্যার্থী বোঝাই ভেসেল গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেয় । সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র জানিয়েছেন,"গঙ্গাসাগরে পুণ্যার্থীদের যাওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা আমরা করেছি ।শুকনো খাওয়ার, জল পুন্যার্থীদের সরবরাহ করা হয়েছে প্রশাসনের তরফে । সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম, নিরাপত্তার জন্য পুলিশ প্রহরা করা হয়েছে । তাদের ফেরার জন্য এই ব্যবস্থাপনা থাকছে ।"
No comments